নয়াদিল্লি: শোনা যাচ্ছিল রুপোলি পর্দায় (Silver Screen) ফিরতে চলেছেন প্রবীণ বলিউড অভিনেত্রী জিনাত আমন (Zeenat Aman)। তাই নাকি সোশ্যাল মিডিয়ায় বাড়ছে তাঁর উপস্থিতি। কিন্তু সেই জল্পনা একেবারে নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। কী বললেন তিনি?


জিনাত আমনের উত্তর 


পর্দায় 'কামব্যাক' করতে চলেছেন জিনাত আমন? শোনা যাচ্ছিল এমনই। উত্তর দিলেন অভিনেত্রী নিজেই। জানালেন এমন কোনও পরিকল্পনা তাঁর নেই। তবে এমনও নয় যে তিনি আর পর্দায় ফিরতেই চান না। 


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করে এদিন অভিনেত্রী জানান, ১৬ বছর বয়সে যখন তিনি অভিনয় জগতে পা রেখেছেন তখন থেকেই তিনি 'ভুল উদ্ধৃত, প্রসঙ্গ থেকে বের করে নেওয়া, সেন্সর করা এবং গসিপ'-এর অংশ হওয়ায় অভ্যস্ত। তিনি লেখেন, 'অনেককেই বলতে শোনা যাচ্ছে যে এখানে (সোশ্যাল মিডিয়া) আমার উপস্থিতির কারণ রুপোলি পর্দায় ফেরত আসা। আমি প্রচণ্ডভাবে একজন ব্যক্তিগত মানুষ, এবং আমি মনে করি এই আকস্মিক পোস্টের ঘনঘটা এত কথা তৈরি করছে।'


তিনি আরও লেখেন, 'আসল কথা হল যে আমি ১৬ বছর বয়স থেকে জনসাধারণের চোখে ভুল উদ্ধৃতি, প্রসঙ্গ থেকে সরিয়ে নেওয়া, সেন্সর করা এবং গসিপ করার বিপদগুলি অনুভব করেছি। এখন একজন সত্তরোর্ধ্ব হিসেবে আমি আমার নিজের কথায় আমার জীবন ও কর্মজীবনের প্রতিফলন করার সুযোগ উপভোগ করছি। তাও আবার ম্যানেজার বা স্টুডিও বা ব্র্যান্ডের কোনও চাপ ছাড়াই।'


 






সেই পোস্টেই অভিনেত্রী বলেন, 'আমি এখনও রুপোলি পর্দায় ফেরার কোনও পরিকল্পনা করিনি, আবার সেই দরজা একেবারে বন্ধও করছি না।' ৭১ বছর বয়সী অভিনেত্রীর কথায়, 'সৃজনশীলতা কখনও অবসর নেয় না।'


আরও পড়ুন: Ekalavya: অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'একলব্য', মুখ্য চরিত্রে দেবতনু


প্রসঙ্গত, খুব সম্প্রতিই ইনস্টাগ্রাম দুনিয়ায় পা রেখেছেন বর্ষীয়ান অভিনেত্রী জিনাত আমান। সেখানে করা তাঁর একটি পোস্ট ভাইরালও হয়। অভিনেত্রী তাঁর ছবি, 'সত্যম শিবম সুন্দরম' থেকে একটি ছবি শেয়ার করেন। অভিনেত্রী লিখেছেন, 'এই ছবিটি ফটোগ্রাফার জেপি সিংহল ১৯৭৭ সালের দিকে 'সত্যম শিবম সুন্দরম'-এর জন্য একটি লুক টেস্টের সময় তুলেছিলেন। আমরা সিরিজটি শ্যুট করেছি। আর কে স্টুডিওতে, এবং আমার পোশাক ডিজাইন করেছেন অস্কার বিজয়ী ভানু আথাইয়া।'