কৃতী বা সারা নন, এখন এই বাঙালি অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন সুশান্ত সিংহ রাজপুত?
ABP Ananda, Web Desk | 11 May 2019 10:31 AM (IST)
কৃতী শ্যানন, সারা আলি খান এখন অতীত। সুশান্ত সিংহ রাজপুত প্রেম করছেন রিয়া চক্রবর্তীর সঙ্গে।
মুম্বই: সিনেমার জন্য যতটা না হন, প্রেমের জন্য বরাবরই খবরে থাকেন সুশান্ত সিংহ রাজপুত। অঙ্কিতা লোখান্ডে, কৃতী শ্যাননের পর এখন নাকি তিনি সম্পর্কে জড়িয়ে পড়েছেন রিয়া চক্রবর্তীর সঙ্গে। কৃতীর সঙ্গে সম্পর্কের ফাঁকেই সুশান্তের নাম জড়িয়ে যায় কেদারনাথ-এ তাঁর সহ অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। কিছুদিন ঘোরতর মাখামাখি, তারপর নাকি হাসি মুখেই বিচ্ছেদ ঘটান তাঁরা। আর এখন সুশান্তকে দেখা যাচ্ছে বাঙালি মেয়ে রিয়ার সঙ্গে, মেরে ড্যাড কি মারুতি ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন যিনি। সুশান্ত ও রিয়াকে বিভিন্ন জায়গায় এক সঙ্গে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, তাঁরা প্রেম করছেন। সুশান্ত কাজের ফাঁকে সময় পেলে লোনাভালায় তাঁর বাড়িতে চলে যান মাঝে মধ্যে। রিয়াও থাকছেন তাঁর সঙ্গে। তবে এখনও এ ব্যাপারে স্পষ্ট কিছু না জানিয়ে পরস্পরকে ভাল বন্ধু বলেই দাবি করছেন তাঁরা। বলিউডে আসার আগে সুশান্ত পবিত্র রিস্তা নামে একটি টিভি সিরিয়াল করতেন। তখন তিনি ঘনিষ্ঠ হয়ে পড়েন সহ অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে। তাঁরা লিভ ইনও করতেন, বছরছয়েক পর সম্পর্ক ভেঙে যায়। এই সময় সুশান্ত জড়িয়ে যান রাবতা-য় তাঁর নায়িকা কৃতী শ্যাননের সঙ্গে। পরিষ্কার কিছু না জানা গেলেও তাঁরা এক সঙ্গে ঘুরতেন, ছবিও তুলতেন নিয়মিত। এরপর কেদারনাথ-এর শ্যুটিংয়ের সময় সুশান্তের ঘনিষ্ঠতা হয় সারা আলি খানের সঙ্গে। দেরাদুনে সিম্বা-র শ্যুটিং করতে করতে সারা সুশান্তের জন্মদিনে মুম্বই চলে আসেন তাঁর সঙ্গে সময় কাটাতে। কিন্তু এই সব সম্পর্ক এখন অতীত, এখন টিনসেল টাউনে গসিপ চলছে রিয়া-সুশান্তকে নিয়ে। মেরে ড্যাড কি মারুতি-র পর রিয়া কাজ করেছেন হাফ গার্লফ্রেন্ড ও জাবেলি ছবিতে। এবার তাঁকে দেখা যাবে অমিতাভ বচ্চন ও ইমরান হাসমি অভিনীত চেহরে-তে। সুশান্ত কাজ করছেন ড্রাইভ ছবিতে, জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে। এ বছর মুক্তি পাবে তাঁর আরও দুটি ছবি- ছিছোরে ও দিল বেচারা।