সানির সঙ্গে ছবি করছেন না এখনই, জানালেন আমির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Apr 2016 09:35 AM (IST)
মুম্বই: সানি লিওন, আমির খান যুগলবন্দি দেখবেন বলে আশায় রয়েছেন যাঁরা, তাঁদের হতাশ হওয়ার পালা। খোদ আমির জানালেন, সানির সঙ্গে এখনই কোনও ছবি করছেন না তিনি। সম্প্রতি সানি, আমিরের একসঙ্গে ছবি করার জল্পনা ছড়িয়ে পড়ে। আমিরের সঙ্গে তাঁর বাড়িতে দেখাও করতে যান সানি। আমিরের আসন্ন ‘দঙ্গল’ ছবিতে একটি বিশেষ গানেও দেখা যাবে সানিকে, এও শোনা যাচ্ছে। কিন্তু ৩৪ বছর বয়সি ‘রাগিনী এমএমএস টু’ স্টারের সঙ্গে ছবি করার ব্যাপারে ৫১ বছর বয়সি মিঃপারফেকশনিস্ট-কে এক অনুষ্ঠানে প্রশ্ন করা হলে তিনি জল্পনা উড়িয়ে বলেন, ওঁর সঙ্গে ছবির করার জন্য সই-সাবুদ করিনি। তবে আগামীতে করতে চাই। কিছুদিন আগেই একটি টিভি চ্যানেলের সাক্ষাত্কারে সানিকে ‘চোখা, চোখা অস্বস্তিকর’ প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, যা নিয়ে সরগরম হয় বলিউড। রুপোলি দুনিয়ায় তাঁর অতীত নিয়ে কেন সানিকে খুঁচিয়ে বিব্রত করা হচ্ছে, সেই প্রশ্ন ওঠে। সেই সাক্ষাত্কারে সানিকে প্রশ্নকর্তা বলেন, তিনি আমিরের সঙ্গে কাজ করতে চাইলেও ‘পিকে’ অভিনেতা কি চাইবেন? সানি বলেন, সম্ভবত নয়। আমির অবশ্য তখন সানির পাশেই দাঁড়ান। নিকট ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করার বাসনা প্রকাশ করেন।