মুম্বই: প্রয়াত প্রবীণ মরাঠি অভিনেতা রবি পটবর্ধন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি প্রয়াত হয়েছেন বলে জানা গিয়েছে। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে তিনি অসুস্থ হয়ে পড়ায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী, দুই ছেলে বর্তমান।


সাতের দশকের শেষদিক থেকে অভিনয় শুরু করেন রবি। তিনি মরাঠি ও হিন্দি ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন। এছাড়া মঞ্চেও অভিনয় করেছেন তিনি। ২০০টি ছবি এবং ১৫০টি নাটকে অভিনয় করেন তিনি। তাঁর সবচেয়ে উল্লেখযোগ্য ছবি ‘তেজাব’। এছাড়া ‘ঝাঞ্ঝর’, ‘বন্ড’, ‘যশবন্ত’-এর মতো ছবিতেও অভিনয় করেন তিনি। তাঁর শেষ অভিনয় একটি মরাঠি ধারাবাহিকে।

এ বছর অভিনয় জগতের বহু ক্ষতি হয়েছে। অনেক অভিনেতাই প্রয়াত হয়েছেন। বাংলা ছবি যেমন হারিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তীকে। আবার আজই প্রয়াত হয়েছেন প্রবীণ অভিনেতা মনু মুখোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। আজ সকাল ৯টা ৩৫ মিনিটে এই প্রবীণ অভিনেতার জীবনাবসান হয়।

১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়।

অভিনয় করেছেন মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে। ছোটপর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন মনু মুখোপাধ্যায়।