রাম রহিমের রঙিন জীবন নিয়ে এবার তৈরি হবে বায়োপিক, ছবিতে কারা অভিনয় করছেন জানেন? সেখানেও রয়েছে চমক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Sep 2017 03:09 PM (IST)
1
জানা গিয়েছে হানিপ্রীতের চরিত্রে অভিনয় করতে পেরে যথেষ্ট উত্তেজিত এবং খুশি রাখী।
2
ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিংহের জীবন নিয়ে তৈরি হবে বায়োপিক। সেখানে উঠে আসবে তাঁর রঙিন জীবনের নানা কথা
3
গত কয়েকদিন ধরে হানিপ্রীতের খোঁজে রয়েছে পুলিশ। তাঁকে নেপালের বিরাটনগরে লুকিয়ে থাকতে দেখা গিয়েছে, খবর সূত্রের।
4
এর আগে অবশ্য একাধিকবার রাখীকে রাম রহিমের সঙ্গে মঞ্চ ভাগ করে নিতে দেখা গিয়েছে
5
পাপা কি পরী হানিপ্রীত ইনসানের চরিত্রে দেখা যাবে রাখী সাবন্তকে।
6
7
ছবিতে লাভ চার্জার ধর্ষক বাবার চরিত্রে অভিনয় করবেন রাজা মুরাদ।
8