বলিউডের এই সেক্স বম্ব তাঁর পরবর্তী ছবির জন্যে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে চেহারায় আনছেন সম্পূর্ণ বদল, কে বলুনতো ইনি?
এরআগে এই মেকআপ ব্যবহার করে চেহারায় বদল এনেছিলেন কমল হাসান তাঁর ‘চাচি ৪২০’ ছবির জন্যে। শাহরুখ ‘ফ্যান’ ছবিতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে ব্যবহার করেছিলেন এই মেকআপ, হৃত্বিক রোশন ‘ধুম-২’র জন্যে, অমিতাভ ব্যবহার করেছিলেন ‘পা’ ছবিটি করার সময়। ‘কপূর অ্যান্ড সন্স’-এ ঋষি কপূরকে দেখা গিয়েছে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করতে, ‘রাবটা’য় রাজকুমার রাওকে এবং ‘২.০’ ছবিতে অক্ষয় কুমারকে।
সেই মেকআপ নেওয়ার সময়ের প্রস্তুতির ছবি নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করেছেন সানি।
বলিউডের সেক্স বম্ব, এইমুহূর্তে একজন দত্তক নেওয়া কন্যার মা সানি লিওন সম্প্রতি শেয়ার করলেন তাঁর পরবর্তী প্রজেক্ট সংক্রান্ত একটি চমক দেওয়ার মতো ছবি।ছবি সৌজন্যে সানি লিওনের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট
এই মেকআপ ব্যবহার করে ছবিতে অভিনয়ের সঙ্গে সঙ্গে সিনে দুনিয়ার বেশ কিছু তারকা অভিনেতার সাথে একই সঙ্গে এবার উল্লেখিত হবে সানির নাম
নিজের পরবর্তী ছবিতে কোনও লাস্যময়ী বা আইটেম গার্ল হিসেবে দেখা যাবে না সানিকে। বরং তাঁকে প্রস্থেটিক মেকআপ ব্যবহার করে ছবির চরিত্রের জন্যে দেওয়া হচ্ছে সম্পূর্ণ অন্য লুক