সুশান্তের মৃত্যুর পর থেকে এতদিন তাঁর অনুরাগীদের সহানুভূতিই পেয়ে এসেছেন অঙ্কিতা। কারণ, তিনি এই অভিনেতার রহস্যজনক মৃত্যুর ঘটনা নিয়ে সরব হন। সুশান্তের পরিবারের পাশে দাঁড়িয়ে তাঁর মৃত্যুর ঘটনার বিচারের দাবি জানান অঙ্কিতা। তিনি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে তীব্র আক্রমণ করেন। কিন্তু এবার নিজেই আক্রমণের মুখে পড়লেন তিনি।
সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাঁদের ছবি দেখা যায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের একটি রোম্যান্টিক ভিডিও ভাইরাল।