দুবাই: আইপিএল-এ আজ মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে বিরাট কোহলির লড়াই। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উত্তেজক হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ম্যাচটির গুরুত্ব শুধু একটি দলের কাছেই। চেন্নাই সুপার কিংস আগেই ছিটকে গিয়েছে। অঙ্কের বিচারে ধোনিদের এবার আর কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করার সুযোগ নেই। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আজকের ম্যাচ জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যেতে পারে। ফলে বিরাটদের কাছে ম্যাচটির গুরুত্ব আছে।


ধোনিদের কাছে অবশ্য আজকের ম্যাচটি সম্মানের লড়াই। এবারের আইপিএল-এ চেন্নাইয়ের প্রত্যাশিত পারফরম্যান্স দেখা যায়নি। ধোনির দল এখনও পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে। হার আটটি ম্যাচে। ক্রিকেটপ্রেমীদের চূড়ান্ত হতাশ করেছে সিএসকে। ফলে আজ নিজেদের প্রমাণ করতে চাইবেন আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দলের সদস্যরা।

আরসিবি-র অবশ্য তেমন কোনও সমস্যা নেই। প্রাথমিক ধাক্কা সামলে দলকে গুছিয়ে নিয়েছেন বিরাট। শ্রীলঙ্কার বাঁ হাতি পেসার ইসুরু উদানা দলে ঢোকার পর থেকেই আরসিবি-র পারফরম্যান্স বদলে গিয়েছে। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল প্রথম ম্যাচ থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। বোলিং বিভাগে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন ওয়াশিংটন সুন্দর, ক্রিস মরিসরা। ব্যাটিং বিভাগে বরাবরের ভরসা অধিনায়ক বিরাট ও এবি ডিভিলিয়ার্স। ফলে আজকের ম্যাচেও জয় ছাড়া কিছু ভাবছেন না বিরাটরা।