মুম্বই: বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে অভিভূত অভিনেত্রী মৌনী রায়। তাঁর বক্তব্য, এখন তিনি খুশি মনে মরে যেতে পারেন।
‘গোল্ড’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখা মৌনী ‘ব্রহ্মাস্ত্র’-তে অমিতাভের সঙ্গে কাজ করেছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ওঁর (অমিতাভ) সঙ্গে শ্যুটিং করার পর আমি খুশিতে মরে যেতে পারি। ছবিতে ওঁর সঙ্গে কাজ করার চেয়ে ভাল কিছু হতে পারে না।’
শ্যুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে মৌনী আরও বলেছেন, ‘উনি (অমিতাভ) আমাকে কোনও পরামর্শ দেননি। কারণ, পরিচালক অয়ন (মুখোপাধ্যায়) সেখানে ছিলেন। কিন্তু আমি কাজে মন দিতে পারছিলাম না। আমি ওঁর (অমিতাভ) মুখের দিকে তাকিয়ে ভাবছিলাম, ভগবান আমাকে সুযোগ দিয়েছেন। আমরা সবাই জানি উনি মহান। সেই কারণে আমি কাজ করার সময় নিজেকে ভাগ্যবতী মনে করছিলাম।’
অমিতাভ বচ্চনের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’-তে কাজ করার পর এখন খুশি মনে মরে যেতে পারি, বলছেন মৌনী রায়
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2018 06:25 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -