মুম্বই: আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) ছবিটি মুক্তির আগে থেকে দর্শকের মনে প্রত্যাশা তৈরি করেছিল। আর সেই প্রত্য়াশার প্রতিফলন ঘটে ছবিটি মুক্তি পাওয়ার পর। বক্স অফিসে কার্যত ঝড় চালায় এই ছবি। খুব অল্প সময়েি মধ্যেই একশো কোটির ব্যবসাও করে ফেলে। এবার 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' তার রাজত্ব চালাতে আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আজ ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের (Netflix) পক্ষ থেকে দিন ঘোষণা করে দেওয়া হল। জানিয়ে দেওয়া হল কবে থেকে হাতের মুঠোয় দেখতে পাবেন 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।
নেটফ্লিক্সে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-
এদিন ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের পক্ষ থেকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' কবে দেখা যাবে সেই সংক্রান্ত ঘোষণা করা হয়। 'গাঙ্গুবাঈ' চরিত্রে আলিয়া ভট্টের ছবি দিয়ে তারা ঘোষণা করে যে, 'দেখো, দেখো চাঁদ নেটফ্লিক্সে আসছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' আগামী ২৬ এপ্রিল।' বলিউড অভিনেত্রী আলিয়া ভট্টও তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ছবির ওটিটিতে মুক্তির দিন জানিয়ে পোস্ট করেছেন। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকবার পিছিয়ে গেলেও গত ২৫ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। বক্স অফিসে ঝড় তুলে এবার ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলতে আসছে 'গাঙ্গুবাঈ'।
আরও পড়ুন - Rudranil Ghosh: হ্যাকারদের কবলে রুদ্রনীল ঘোষের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হচ্ছে বিক্রির চেষ্টা
'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির প্রেক্ষাপট-
প্রসঙ্গত, ছবির গল্প শুরু হয় স্বাধীনতার কিছু বছর পর। মুম্বই তখন বম্বে। সিনেমার চুম্বকে এখনকার মতই তখনও কত স্বপ্ন শুধুই বম্বেগামী। কাথিয়াওয়াড়ের ব্যারিস্টারের মেয়ে গঙ্গা হরজীবনদাসও স্বপ্ন দেখে সে নায়িকা হবে। অভিনয় করবে দেবানন্দের সঙ্গে। গঙ্গার এই স্বপ্নকে ইন্ধন দেয় তাঁর প্রেমিক রমনিক লাল। সে গঙ্গাকে বোঝায়, স্বপ্ন সত্যি করতে হলে বম্বে যেতে হবে। বাড়িতে কাউকে না জানিয়েই যেতে হবে। কারণ, বাড়ির কেউ এই পরিকল্পনার কথা জানলে স্বপ্ন পূরণের আর কোনও সম্ভবনাই থাকবে না। রমনিকের হাত ধরে গয়না, টাকা-পয়সা নিয়ে বাড়ি ছাড়ে গঙ্গা। ট্রেনে চেপে এসে পৌঁছোয় মায়ানগরীতে। তারপর গন্তব্য রমনিকের মাসির বাড়ি। কিন্তু মাসির বাড়িতে ঢুকতে গিয়েই মনটা কেমন করে ওঠে গঙ্গার। বাড়ির এ কেমন চেহারা? এরা কেমন নারী? রমনিক গঙ্গাকে বসিয়ে রেখে কোথায় গেল? গঙ্গা রমনিকের মাসির মুখোমুখি হয়। এক ছুটে যেতে চায় রমনিকের কাছে। কিন্তু কোথায় রমনিক? নিয়তি নিষ্ঠুর হাসি হাসে। রমনিক গঙ্গাকে হাজার টাকায় বিক্রি করে দিয়েছে নিষিদ্ধপল্লি কামাথিপুরায়। এরপর? নিয়তির নিয়মেই কাহিনি এগোয়। গঙ্গার মৃত্যু হয়, জন্ম নেয় গাঙ্গুবাঈ।