নয়াদিল্লি: সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে কৃতি শ্যানন অভিনীত ছবি 'মিমি'। সমালোচকরা কৃতির অভিনয়ের বেশ প্রশংসাও করেছেন। দিদির অভিনয় দেখে আপ্লুত বোন নূপুর  শ্যাননও। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লিখলেন এক দীর্ঘ আবেগঘন পোস্ট। তাতে রয়েছে 'মিমি' ছবিতে কৃতির অভিনয় দক্ষতার ঢালাও প্রশংসা।


'মিমি' দেখে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সিনেমার বেশ কিছু টুকরো মুহূর্তের ছবি পোস্ট করেন নূপুর  শ্যানন। প্রত্যেকটিতেই রয়েছে কৃতির বিভিন্ন এক্সপ্রেশনের ছবি। সারোগেসির উপর ভিত্তি করে তৈরি এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছেন কৃতি।


ছবির ক্যাপশনে দিদিকে নিয়ে লেখা নুপূরের পোস্ট সকলের নজর কেড়েছে। সেখানে কৃতিকে তিনি 'অভূতপূর্ব' বলে চিহ্নিত করেছেন। কৃতির অসাধারণ পারফর্ম্যান্স দেখে নুপূর মুগ্ধ। কিছু কিছু সিনে নাকি তিনি কেঁদেই ফেলেছেন, এমনটাই উল্লেখ রয়েছে তাঁর পোস্টে। 'আমি সবসময় তোমার আসল ক্ষমতা জানতাম। আমি প্রথম থেকেই তোমার অভিনয় দক্ষতা কতটা সেটা জানতাম। কিন্তু যা দেখলাম তাতে আমি আশ্চর্য হয়ে গেছি। তুমি করে দেখিয়েছ, মিমি।' এই কথাগুলো লিখেই নিজের লম্বা পোস্ট শুরু করেছেন নূপুর ।



'আমার অনুভূতি আমি ভাষায় প্রকাশ করতে পারব না'। ক্যাপশনে মন্তব্য আবেগাপ্লুত নূপুরের। তাঁর মতে এমন একটাও দৃশ্য ছিল না যেখানে কৃতি নিজের ১০০ শতাংশ দিয়ে 'মিমি' হয়ে যাননি। এমনকী কৃতির চরিত্রের মধ্যে সেই মাতৃত্বে ছোঁয়াও দেখতে পেয়েছেন নূপুর । 


প্রশংসায় ভরিয়ে নুপূরের দাবি, এই ছবিটি দেখার পর কেউ কৃতিকে কেবল তাঁর রূপ দিয়ে  বিচার করবে না। তাঁর 'জাস্ট এ প্রিটি ফেস' তকমা ঘুচিয়ে নজর কাড়বে তাঁর অভিনয় দক্ষতা। 'মিমি' ছবিটি নিশ্চিন্তে জীবনযাপন করা মেয়ের গল্প বলে যে কিনা টাকা রোজগারের জন্য সারোগেট মা হতে রাজি হয়। 'মিমি' মুক্তি পেয়ে গেলেও এরপর কৃতি শ্যাননের আরও একাধিক ছবি মুক্তির অপেক্ষায়। এর মধ্যে 'আদিপুরুষ', 'বচ্চন পাণ্ডে', 'ভেড়িয়া', 'গণপথ', 'হম দো হমারে দো' ছবিগুলির নাম না নিলেই নয়।