শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন অভিনেত্রী নুসরত ভারুচা

শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা।

Continues below advertisement

মুম্বই: গানের শ্যুটিং চলাকালীন পায়ে চোট পেলেন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচা। তাঁর আগামী ছবি 'জনহিত মে জারি'-এর শ্যুটিং চলছে। সেখানেই ঘটল অঘটন।

Continues below advertisement

পরীক্ষা করে চিকিৎসকেরা জানান নুসরতের পা মুচকে গিয়েছে। তাঁকে কিছুদিন পা-কে বিশ্রাম দিতে বলা হয়েছে। ফলে দেরি হবে তাঁর কাজেও। একটি হোলির গানের শ্যুটিং চলছিল। ছবি নির্মাতারা বিশাল সেট-আপ তৈরি করেছিলেন গানের শ্যুটের জন্য।

সূত্রের খবর, 'আমরা বিশাল একটা সেট আপে হোলির গানের শ্যুট করছিলাম। তখনই একটা হাইলি কোরিওগ্রাফ করা নাচের সিক্যোয়েন্স শ্যুট করতে গিয়ে পায়ে চোট পান নুসরত।' নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও আঘাতপ্রাপ্ত পায়ের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। 


'প্রথমে নুসরত ভেবেছিলেন, কয়েকদিনের মধ্যে কাজে ফিরে আসবেন। কারণ প্রচুর মানুষ এই গানটার সঙ্গে জড়িত। কিন্তু চেক-আপ আর এক্স রে করানোর পর, চিকিৎসকেরা স্ট্রিক্টলি তাঁকে ৩ থেকে ৪ দিন বিশ্রাম নিতে বলেছেন,' খবর সূত্রের।

 

আপাতত, 'জনহিত মে জারি' ছবির নির্মাতা, নায়িকা ফ্লোরে ফেরা পর্যন্ত শ্যুটিং বন্ধ রেখেছেন। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে নুসরতকে। তবে এই ছবিতে তাঁকে এক ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। নুসরত ছাড়াও ছবিতে অনুদ ঢাকা, অনু কপূর, পরিতোষ ত্রিপাঠীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola