নয়াদিল্লি: ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of India)-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে চলেছে নুসরত ভারুচার  (Nushrratt Bharuccha) আগামী ছবি 'ছোরি'-র (Chhorii)। বৃহস্পতিবার আমাজন প্রাইমের তরফে ঘোষণা করা হয়েছে এমনটাই। 


অ্যামাজনের ৫২তম ফিল্ম গালার অংশ এই ছবিটি। এই অনুষ্ঠানটি হবে গোয়ায়, ২০ থেকে ২৮ নভেম্বরে।


বিশাল ফুরিয়া পরিচালিত 'ছোরি' ছবিটি IFFI-তে দেখানো হবে ২৫ নভেম্বর, প্রাইম ভিডিওয় ছবিমুক্তির ঠিক একদিন আগে। ছবির স্ক্রিনিংয়ের পর ছবি নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে আলোচনা সভারও আয়োজন করা হবে। 


এতদিন অনেক ছবিতেই অভিনয় করেছেন নুসরত ভারুচা। অভিনয় করেছেন কোনও না কোনও নায়কের বিপরীতে। কিন্তু প্রথমবার একার কাঁধে দায়িত্ব পড়েছে তাঁর। এই প্রথমবার কোনও ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে শুধুমাত্র অভিনেত্রী নুসরত ভারুচাকে। এই ছবিতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। আগামী ২৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'ছোরি'। মুক্তি পেয়েছে ছবির ট্রেলার (Chhorii Trailer)। তা দেখে ইতিমধ্যেই হাড় হিম হয়ে গিয়েছে দর্শকদের। 


আরও পড়ুন: Aparshakti Khurana Birthday: 'পৃথিবীর শ্রেষ্ঠ ভাই' অপারশক্তি খুরানাকে জন্মদিনের শুভেচ্ছা আয়ুষ্মানের


হরর ছবি 'ছোরি'তে মুখ্য চরিত্রে অভিনয় করছেন নুসরত ভারুচা। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, কোনও একটি গ্রামের পরিবেশে রয়েছেন অন্তঃসত্ত্বা নুসরত ভারুচা। আর তার চারপাশে ঘটে চলেছে অস্বাভাবিক বহু ঘটনা। যার কোনওটার ব্যাখ্যা আছে। আবার কোনওটার ব্যাখ্যা নেই। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবির ট্রেলার পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'তুমি দৌড়তে পারবে না। তুমি লুকোতে পারবে না। সে তোমায় ঠিক ধরে ফেলবে। ট্রেলার মুক্তি পেয়েছে ছোরি-র। আগামী ২৬ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবিটি'।


২০১৭ সালে মুক্তি পাওয়া মরাঠী ছবি 'লাপাছাপি'র রিমেক পরিচালক বিশাল ফুরিয়ার 'ছোরি'। নুসরত ভারুচা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মিতা বশিষ্ট, সৌরভ গয়াল, রাজেশ জৈশের মতো বিশিষ্ঠ অভিনেতারা।