কলকাতা: করোনায় (Coronavirus) স্বস্তি বাড়ল না বাংলায় (West Bengal)। বুধবারের তুলনায় করোনা সংক্রমণ এমন কিছু কমেনি রাজ্যে। বরং বাড়ল করোনায় মৃতের (Corona Death) সংখ্যা। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৬০ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৭ হাজার ৫১৬।
গতকালের তুলনায় বেশ কিছুটা বাড়ল মৃত্যু। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনা কোপে প্রাণ হারিয়েছেন ১৪ জন। রাজ্যে অতিমারি ভাইরাসে প্রাণ হারিয়েছে এখনও পর্যন্ত ১৯ হাজার ৩৫৫ জন। বুধবার রাজ্যে সংক্রমিত হয়েছিল ৮৬২ জন। মৃত্যু হয়েছিল ৮ জনের। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী বুধবার করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৮৩০ জন।
আরও পড়ুন, কাশফুল দিয়ে বালিশ, বালাপোশ বানানোর আইডিয়া মুখ্যমন্ত্রীর
তবে সুস্থতার সংখ্যাও কম নয়। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৫ জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৮৯। রাজ্যে এখন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৭২। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজার ১৭০টি। পজিটিভিটি রেট ১.৯৫%। সংক্রমণে এখনও শীর্ষে কলকাতাও। একদিনে মহানগরে আক্রান্ত হয়েছে ২৩৩ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ১৬১ জন। হাওড়াতে আক্রান্ত হয়েছে ৭৬ জন।
আরও পড়ুন, "ভাতাজীবী, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের পে রোলে আছেন", অপর্ণাকে আক্রমণ শুভেন্দুর
এদিকে, ফের ঊর্ধ্বমুখী দেশের করোনা-গ্রাফ। একলাফে ১৬ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। কেরল মৃত্যুর পরিসংখ্যান সংশোধন করায়, অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ১৯৭। বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০১। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার ৫১৭।