কলকাতা: সকাল সকাল পজিটিভ থাকার বার্তা দিলেন অভিনেত্রী নুসরত জাহান (Actress Nusrat Jahan)। বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। একেবারে 'নো-মেকআপ' লুক। একটি ছবিতে লজুক হাসি, অপর ছবিতে কফি কাপ হাতে শান্তির চিহ্ন দেখাচ্ছেন তিনি।


এদিন সোশ্যাল মিডিয়ায় ছবি দুটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'মর্নিং মন্ত্র: পজিটিভ থাকুন, ভাল থাকুন।' ছবি দেখেই স্পষ্ট অভিনেত্রীর মেজাজ বেশ ফুরফুরে।


 






কিছুদিন আগেই যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহানকে (Nusrat Jahan) ট্যুইনিং (Twinning) করতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের প্রোফাইলে ছবি পোস্ট করেন দুই তারকা, প্রায় একই সময়ে। 


কিছুদিন আগে, সন্ধ্যায় প্রায় একই সময়ে একই পোশাকে ছবি পোস্ট করেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। ঠান্ডা পড়েছে তাঁদের দেখে বেশ বোঝা যায়। তাই তো ডিসেম্বরের সন্ধ্যায় হুডি জ্যাকেট পরে ছবি দেন যশরত। জ্য়াকেটের ওপরে হলুদ রঙের স্মাইলি। তাতে লেখা 'ড্রিউ' (Drew)। 


ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল কয়েকটা স্মাইলি ইমোজি দেন অভিনেত্রী। অন্যদিকে একই পোশাকে একই লোকেশনে দাঁড়িয়ে ছবি পোস্ট করেন অভিনেতা যশ দাশগুপ্ত। ক্যাপশনে রোদচশমা পরা স্মাইলি। ছবি পোস্ট হতেই অনুরাগীদের প্রশংসায় পঞ্চমুখ।