কলকাতা: তাঁরা তারকা। কিন্তু ৩০ নভেম্বর নুসরত জাহান (Nusrat Jahan) আর যশ দাশগুপ্ত (Yash Dashgupta) শুধুই সাধারণ শ্রোতা। মিশে গেলেন সাধারণ দর্শকদের সঙ্গে। শুনলেন দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh)-এর কনসার্ট। নাচলেন গানের তালে। সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিলেন সেই ভিডিও। এদিন তাঁরা দিলজিতের কনসার্টে যেন একেবারেই সাধারণ শ্রোতা। মিশে গেলেন সাধারণের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁরা যে ভিডিও শেয়ার করে নিলেন সেখানে দেখা গেল 'লভর' গানের সঙ্গে নাচের তালে পা মেলাচ্ছেন তাঁরা। তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে অনেতেই নেতিবাচক মন্তব্য করেছেন।


অন্যদিকে, এদিন কলকাতার মঞ্চে নিজস্ব স্টাইলে একের পর এক গান গেয়ে জমিয়ে দেন দিলজিৎ। তাঁর কন্ঠে স্পষ্ট বাংলায় শোনা যায়, 'করব লড়ব জিতব রে...' দিলজিৎ নিজেও জানেন যে কলকাতা নাইট রাইডার্স-এর ট্যাগলাইন এটি। দিলজিৎ বলেন, এই ট্য়াগ লাইন কেবল ক্রিকেটের ক্ষেত্রে নয়, মিশে যায় জীবনের সঙ্গেও। যদি কেউ লড়াই করে মন প্রাণ দিয়ে, তাহলে জয়ী তিনি হবেনই। সেই সঙ্গে দিলজিৎ বলেন, যেহেতু কলকাতার দলের মাথায় বসে রয়েছেন শাহরুখ খান ও শাহরুখকে তিনি খুবই পছন্দ করেন, সেই কারণেই কলকাতার দলটিও তাঁর ভীষণ প্রিয়। 


এদিন দিলজিতের গলায় শোনা গেল রবীন্দ্রনাথের প্রসঙ্গও। তিনি কবিগুরুর প্রসঙ্গে টেনে এনে যেন আরও মিশে যান বাঙালিদের সঙ্গে। ভাষার বন্ধন যেন কাজই করে না কোথাও। দিলজিৎ এদিন মঞ্চ থেকেই বলেন, ‘যাঁরা জানেন না, তাঁদের জন্য বলছি সংস্কৃতির দিক থেকে এত সমৃদ্ধ একটা শহর এই কলকাতা। এত বড় বড় শিল্পীদের জন্মভূমি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের জাতীয় সঙ্গীত লিখেছিলেন। কিন্তু ওঁকে বিশ্ব সঙ্গীত লিখতে বলা হয়েছিল, তখন তিনি বলেছিলেন সেটা গুরু নানক আগেই লিখে গিয়েছেন। ভাবুন তো.. কী সুন্দর কথা। যদি কেউ না পড়ে থাকেন,  সবাইকে অনুরোধ করব গুরু নানকের বাণী পড়ুন সকলে।’ সোশ্যাল মিডিয়ায় দিলজিৎ তাঁর কলকাতা কনসার্টের ভিডিও শেয়ার করে নিয়ে বাংলায় লিখেছেন, 'ধন্যবাদ কলকাতা। তোমাকে ভালবাসি। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে।'


 






আরও পড়ুন: Somu Sarkar: 'নিম ফুলের মধু' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন সোমু, রয়েছে আরও অনেক চমক!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।