কলকাতা: বেগুনি পোশাকে ঝলমল করছেন তাঁরা, সামনে জ্বলছে প্রদীপ। একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন যশ দাশগুপ্ত ও নুসরত জাহান। দীপাবলির দিন সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবি ভাগ করে নিলেন নুসরত জাহান। আর চমক তার পরের ছবিতেই, নুসরতের কোলে রয়েছে একরত্তি ঈশান। প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন সেই ছবি। তবে ছবি প্রকাশ্যে আনলেও দেখা গেল না ঈশানের মুখ।
ইনস্টাগ্রাম স্টেটাসে আজ পর পর দুটি ছবি ভাগ করে নেন নুসরত জাহান। একটি ছবিতে বাড়ির বারন্দায় বসে রয়েছেন তিনি। সামনে জ্বলনে সাজানো প্রদীপ। মানানসই করে সাজানো হয়েছে বারান্দা। নুসরতের পরণে গাঢ় বেগুনি পোশাক, তাতে জরির কাজ করা। খোলা চুল আর হালকা গয়নায় নুসরত অপরুপা। আর তার পাশেই নায়িকার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বসে রয়েছেন যশ। তাঁর গায়েও নুসরতের শাড়ির রঙের পোশাক। দুজনের পোশাকের রঙ মিলে গিয়েছে হুবহু। নুসরতের সিঁথি জোড়া সিঁদুর, মুখে উপচে পড়ছে হাসি। এই একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে ভাগ করে নিয়েছেন যশও। লিখলেন তরফ থেকে শুভ দীপাবলি।
তবে এরপরে আরও একটি ছবি ইনস্টাগ্রাম স্টেটাসে শেয়ার করে নিয়েছেন নুসরত। দুহাত দিয়ে তিনি আগলে ধরে রয়েছেন ছোট্ট এক শিশুকে। ঈশান। এই প্রথমবার ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। ছবির ওপরে লিখে দিলেন শুভ দীপাবলি। কালীপুজোর দিনকেই ছেলের ছবি প্রকাশের দিন হিসাবে বাছলেন নায়িকা সাংসদ। তবে দীপাবলির শুভেচ্ছা জানানো ছাড়া আর কোনও বার্তা দিলেন না অভিনেত্রী।
তবে ইনস্টাগ্রামে নিজের স্টেটাসের ছবি ভাগ করে নিয়েছেন নুসরত। তিনটি ছবি শেয়ার করে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তবে ঈশানের ছবি প্রকাশই নিঃসন্দেহে 'যশরত' জুটির দীপাবলির চমক। সদ্য কাশ্মীর থেকে ফিরেছেন যশ ও নুসরত। এবিপি লাইভকে নুসরত বলেছিলেন, একদিন ঈশানকে ছেড়ে থাকতে কষ্ট হয়েছিল তাঁর। তাই একরত্তিকে কাছ ছাড়া করতে চান না তাঁরা।সুরক্ষাবিধি মেনে, একরত্তি ঈশানকে নিয়ে বাড়িতেই দীপাবলি পালন যশ-নুসরতের।