কলকাতা: ছোট্ট ঈশান কোলে আসার পর প্রথম জন্মদিন তাঁর। এর আগে নিজের মতো করে অনেকগুলো জন্মদিনই কাটিয়েছে অভিনেত্রী। কিন্তু আজ মা নুসরত জাহানের (Nusrat Jahan) জন্মদিন। বিশেষ এই দিনে তাঁর সামনে হাজির রইল পালকে মোড়া কেক, আর সেখানে রইল ছোট্ট দুটো পুতুল। এক শিশুপুত্রকে আগলে রয়েছে তার মা। কেকের নিলে লেখা, 'হ্যাপি বার্থডে নয়না।'
আজ অভিনেত্রী সাংসদের জন্মদিন। মাঝরাত্রেই একসঙ্গে ছবি পোস্ট করে তাঁকে ভালোবাসায় মোড়া শুভেচ্ছা জানিয়েছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta)। সেই ছবি ইনস্টাগ্রাম স্টেটাসে পোস্ট করে পাল্টা শুভেচ্ছাও জানিয়েছেন অভিনেত্রী। এরপরেই নিজের প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা কেকের সামনে বসে তিনি। সেই কেকের ওপর ক্রিম দিয়ে তৈরি করা পালক। আর কেকের ঠিক সামনে তৈরি করা ছোট্ট দুটি পুতুল। এক শিশুপুত্রকে আগলে রয়েছে তার মা। মায়ের পিঠ থেকে বিশাল বড় দুটো সাদা ডানা, যেন দেবদূত। জন্মদিনে প্রাধান্য পেল মাতৃসত্ত্বাই। কেকে রইল তার ছোঁয়া। ছবি পোস্ট করে নুসরত লিখলেন, 'এক বছর বয়স বেড়ে যাওয়াকে আগে কখনও আশীর্বাদ মনে হয়নি। কৃতজ্ঞতা।'
নুসরতের জন্মদিনে কী সঙ্গী হয়েছিলেন যশ? এখনো পর্যন্ত একসঙ্গে জন্মদিন উৎযাপনের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা। কিন্তু জন্মদিনের আগের রাতেই একই জায়গা থেকে ছবি পোস্ট করেছিলেন নুসরত-যশ। আলোয় মোড়া সেই ছবিতে নুসরতের মুখে ছিল খুশির আভা।
গোটা দিন জুড়ে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নুসরতের সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল থেকে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই সমস্ত শুভেচ্ছাবার্তা ভাগ করেও নিয়েছেন নায়িকা। জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন নুসরতের ঘনিষ্ঠ বন্ধু তনুশ্রী চক্রবর্তী (Tanushree Chakraborty), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shrabanti Chatterjee) ও মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)।
নুসরতের কেকের ওপর লেখা রইল তাঁর অপর নাম, নয়না। এই নামে সোশ্যাল মিডিয়াতেও নুসরতের একটি প্রোফাইল রয়েছে। তবে সেই প্রোফাইল সচরাচর ব্যবহার করেন না তিনি। জন্মদিনে কেকের ওপর লেখার জন্য সেই নামই বেছে নেওয়া হল। প্রিয় মানুষদের ভালোবাসায় ঘিরে থেকে নুসরতের মত হল, 'এত ভালো জন্মদিন আগে কখনও কাটেনি'