কলকাতা: তোলপাড় নেটদুনিয়া, নুসরত জাহান অন্ত:সত্ত্বা! টলি পাড়ায় এই গুঞ্জন ছড়িয়েছে গতকাল সকাল থেকেই। কিন্তু যাঁকে নিয়ে এত জল্পনা, মুখে কুলুপ এঁটেছেন সেই অভিনেত্রী-সাংসদই। কেবল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অর্থপূর্ণ ছবি। কিসের ইঙ্গিত?
শুক্রবার সকাল থেকেই তোলপাড় হয়েছে নেটদুনিয়া। নুসরত জাহান অন্ত:সত্ত্বা! এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ নিখিল-নুসরতের সম্পর্ক যে তলানিতে, সে কথা ইতিমধ্যেই আঁচ করেছে নেটদুনিয়া। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করে দিয়েছেন নিখিল-নুসরত। নেই একসঙ্গে কোনও ছবি পোস্টও। অন্যদিকে অভিনেতা যশ ও নুসরতের সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। প্রত্যেক ব্যক্তিগত অনুষ্ঠানে একসঙ্গে থাকা থেকে শুরু করে আজমের শরিফ ভ্রমণ, সবকিছুই উস্কে দিয়েছে নুসরত-যশের সম্পর্কের জল্পনা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফটো কার্টেসি দিয়ে ছবি পোস্ট করেছিলেন যশ-নুসরত। লাল ওভারসাইসড হুডি আর ডেনিম। চোখে চশমা, খোলা চুলে একটি সোফায় বসে নুসরত জাহান। হাতের গীটারে মগ্ন নায়িকা। সম্প্রতি এই ছবিটিই নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। ক্যাপশানে লিখেছিলেন, 'গীটার বাজান, মানুষকে নিয়ে খেলা করবেন না।' আর ফটো কার্টেসি কাকে দিয়েছিলেন? যশ দাশগুপ্তকে! অন্যদিকে সাদা শার্টে পাহাড়ের কোলে দাঁড়িয়ে যশ। হ্যাশট্যাগ থ্রোব্যাক দিয়ে ফটো কার্টেসি কাকে দিয়েছিলেন? নুসরতকে!
ধীরে ধীরে, আকারে ইঙ্গিতে কি সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা স্বীকার করছেন যশ-নুসরত? এরমধ্যেই নুসরতের অন্ত:সত্ত্বা হওয়ার খবর শতগুণে জল্পনা বাড়িয়ে দিয়েছে। নুসরতের স্বামী নিখিল জানিয়েছেন, এই ব্যাপারে তিনি কিছুই জানেন না। নুসরত চুপ থাকলেও, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে লেখা, 'তুমি তোমার নিজের মত করেই ফুটে উঠবে।'
এরপর আরও একটি স্টোরিতে জীবনের পাঠই দিয়েছেন তিনি। কার কথা বলতে চাইছেন তিনি? উত্তর দেবে সময়।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা যশ ও নুসরতের একসঙ্গে নাম দিয়ে ফেলেছেন 'যশরত'। নায়ক-নায়িকার সম্পর্কের সমীকরণটা ঠিক কী? এই প্রশ্নে মুখে কুলুপ এঁটেছেন দুজনেই। তবে সোশ্যাল মিডিয়ায় নুসরতের পোস্টের ক্যাপশানে তাঁর একা থাকার আঁচ পাওয়া যায়। অন্যদিকে নিখিলের বিভিন্ন পোস্টেও নাম না করে নুসরতের উদ্দেশ্যে দেওয়া বিভিন্ন বার্তা খুঁজে পান নেটিজেনরা। নুসরত-নিখিলের বিবাহবিচ্ছেদের খবর নিয়েও কম জলঘোলা হয়নি। তবে সেই খবরকে অস্বীকার করেছিলেন নুসরত জাহান নিজেই। অন্যদিকে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছিলেন নিখিলও।