কলকাতা: এর আগেই অনুরাগীদের চমকে দিয়েছিলেন অন্যরকম সাজে। আর এবার সেই সাজ নিয়েই নিজের ছোট্ট রিল ভিডিও পোস্ট করলেন নুসরত জাহান (Nusrat Jahan)। ঘুমোতে যাওয়ার আগে ঠিক কী কী করে নিজের যত্ন নেন নুসরত? ধরা রইল সেই ভিডিওতে। 


ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে, শাড়ি পরে রয়েছেন নুসরত। এই সাজে এর আগেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। প্রথমে তিনি টিপ ও দুল খুলে রাখছেন। এরপর তুলে ফেলছেন মুখের হালকা মেকআপ। এরপরেই অভিনেত্রীকে দেখা যাচ্ছে, রাতপোশাকে একটি টেডিবিয়ারকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'একটা লম্বা আর ব্যস্ত দিনের পর বিছানায় শুয়ে পরা সবচেয়ে আরামের। আমার মনে হয় তোমরা সবাই এটা বুঝতে পারবে।'


গতকাল সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নেন নুসরত জাহান। সেখানে তাঁকে দেখা যায় একেবারে বাঙালি সাজে। কালো পাড়ের তসর রঙের শাড়িতে নজর কাড়ছেন নুসরত। সঙ্গে মানানসই ফুলহাতা কালো ব্লাউজ তাঁর স্টাইল স্টেটমেন্টে আলাদা মাত্রা যোগ করেছে। কপালের টিপ বাড়িয়েছে তাঁর লালিত্য আর মাধুর্য্য। আনমনে অন্যদিকে তাকিয়ে আছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাগ করে নেন তিনি। তাঁর এই ছবি দেখে মজেছেন অনুরাগীরাও। কমেন্ট বক্সে ভালোবাসা ও প্রশংসা উপচে দিয়েছেন তাঁরা।


রাতে ঘুমতে যাওয়ার আগে কী করেন কাজল?


নিজের ব্যক্তিগত ও পর্দার জীবন নিয়ে আপাতত ব্যস্ত নুসরত জাহান। নুসরত জাহান ও নিখিল জৈন মামলার রায় বের হওয়ার ঠিক পরেরদিনই নতুন ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-র মহরতে হাজির হয়েছিলেন নুসরত। সঙ্গী? তাঁর রিল ও রিয়েল লাইফ সঙ্গী যশ দাশগুপ্ত। নীল ডেনিমের সঙ্গে সাদা শার্ট পরেছিলেন যশ। সঙ্গে হালকা আকাশি সালোয়ার কামিজের সঙ্গে প্রিন্টেড ওড়না নিয়েছিলেন নুসরত। খোলা চুলে তাঁকে যথারীতি মোহময়ী দেখাচ্ছিল। যশের হাতে হাত রেখে ঘরে ঢুকলেন তিনি। ঘরে ততক্ষণে উপস্থিত হয়ে গিয়েছেন শিলাদিত্য মৌলিক। তাঁর পাশে নুসরতকে নিয়ে পুজোয় বসলেন যশ। হাত জোড় করে মন্ত্রপাঠ করলেন, তার মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলে হেসেও ফেললেন অল্প। কেবল পর্দায় নয়, বাস্তবেও তাঁদের জুটির রসায়ন নজর কাড়ল উপস্থিত প্রত্যেকের।