কলকাতা: 'হাত বাড়ালেই বন্ধু...', মুক্তি পেল জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'টনিক' ছবির টাইটেল ট্র্যাক। সোশ্যাল মিডিয়ায় গানের একাংশ ভাগ করে নিলেন ছবির নায়ক দেব (Dev) স্বয়ং। জিৎ গঙ্গোপাধ্যায়ের প্রযোজনায় এই গানটি লিখেছেন প্রসেন। গানটি গেয়েছেন অনিন্দ্য় চট্টোপাধ্যায়। 


ইতিমধ্যেই মুক্তি পেয়েছে টলিউড সুপারস্টার দেব (Dev) অভিনীত আগামী ছবি 'টনিক'-এর ট্রেলার (Tonic Trailer Released)। কথা মতো ২৪ নভেম্বর, সকালেই দর্শকদের 'টনিক'-এর প্রথম ডোজের ব্যবস্থা করেছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স (Dev Entertainment Ventures)। ছবি মুক্তি পাচ্ছে বড়দিনে, ২৪ ডিসেম্বর। মুখ্য চরিত্রে অভিনয় করবেন দেব, পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া। 'টনিক' দর্শকদের জন্য নিয়ে আসবে ছোট বড় সকলের ইচ্ছে পূরণের গল্প।


গত বছরের চেনা ছবি উধাও, দিল্লিতে থেকেও এক ফ্রেমে ধরা দিলেন না মিমি-নুসরত


এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। প্রযোজনা করছেন বেঙ্গল টকিজ, সহ প্রযোজনা করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। সঙ্গীত পরিচালনা করছেন জিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের কিছু অংশ দিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন দেব। সিনেমার বিশেষ অংশ থেকে শ্যুটিংয়ের মাঝের খুনসুটি, ক্যামেরাবন্দি হয় সবকিছুই। 


আগেই ঘোষণা করা হয়েছিল শীতে মুক্তি পাবে ছবি। কিছুদিন আগেই নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়। গত ১৫ নভেম্বর সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে আগামী ছবি 'টনিক'-এর মুক্তির তারিখ ঘোষণা করেন দেব। এই ছবিতে সুজন মুখোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী এবং কনীনিকা বন্দোপাধ্যায়ও অভিনয় করেছেন।


এই ছবির প্রচারের জন্য অভিনব উপায় বেছেছিলেন দেব। বিয়ের কার্ড তৈরি করেছিলেন তিনি। ছবির প্রচারে এসে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, প্রথমে তিনি ভেবেছিলেন দেবের বিয়ে হচ্ছে। কিন্তু এরপর বিয়ের কার্ডে তাঁরই নাম লেখা দেখেন তিনি। 


আগামী ২৪ তারিখ মুক্তি পাচ্ছে 'টনিক'। আর ছবির টাইটেল ট্র্যাক ইতিমধ্যেই মনে ধরেছে দর্শকদের।