কলকাতা: আজ থেকে শুরু হল লোকসভা নির্বাচন। প্রায় দেড়মাস ধরে সাত দফায় নির্বাচন হবে গোটা দেশজুড়ে। সমস্ত দলগুলিই ব্যস্ত প্রচারে। গতবছর এই রুটিন ছিল তাঁরও। তবে এবার.. এই সমস্ত কিছু থেকে অনেক দূরে তিনি। নিজের পরিবারের সঙ্গে, প্রিয়জনের সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন তিনি। রোদ মাখছেন, তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ছুটি। আর সেইসঙ্গে, তিনি প্রকাশ্যে এনে ফেললেন একরত্তি ছেলের ছবিও!
বর্তমানে লোকসভা নির্বাচনের আবহে ব্যস্ত সমস্ত দল। পাঁচ বছর আগে, এই দলের হয়েই নির্বাচনে লড়েছিলেন, সাংসদ হয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। তবে এবার লোকসভা ভোটে টিকিট পাননি তিনি। শুধু তাই নয়, দলের সঙ্গে দূরত্বও বাড়িয়েছেন নুসরত। প্রচারের সময়ও দেখা যাচ্ছে না তাঁকে। বরং নিজের মতোই জীবনকে উপভোগ করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নুসরত সমুদ্রসৈকত থেকে সদ্য একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন।
নিজের ইনস্টাগ্রাম স্টেটাসে আজ একটি ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। সেখানে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতে একরত্তি পুত্র ঈশানের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ঈশানের সঙ্গে সাধারণত ছবি শেয়ার করে নেন না নুসরত। সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে দূরেই রেখেছেন নুসরত ও যশ। তবে নুসরতের শেয়ার করে নেওয়া ছবিতে ঈশানকে দেখা গেলেও, দেখা গেল পিছন দিক থেকে।
সাংসদ থাকাকালীনই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন নুসরত। দলের তরফেও একাদিক অভিযোগ ছিল তাঁর নামে। তবে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র জমা দেননি তিনি। কিন্তু নুসরত যে এবার নির্বাচনে লড়বেন না, সেই খবর কানাঘুষোয় শোনা গিয়েছিল আগেই। সেইমতো ৪২টা আসনের একটিতেও নাম নেই নুসরত জাহানের। তিনি এখন মন দিয়েছেন কেরিয়ারে। নতুন প্রযোজনা সংস্থা খুলেছেন। যশ দাশগুপ্তের সঙ্গে একটি ছবিও মুক্তি পেয়েছে সেই প্রযোজনা সংস্থা থেকে। আগামীতেও এই সংস্থা নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে নুসরতদের।
অন্যদিকে, ছেলে ঈশানকে এখনও পর্যন্ত সবার অলক্ষ্যেই রেখেছেন নুসরত ও যশ। সোশ্যাল মিডিয়া থেকে দূরেই তাঁরা বড় করছেন তাঁদের ছেলেকে। তবে ইনস্টাগ্রাম স্টেটাসে ঈশানের ছবি মনজয় করে নিল অনুরাগীদের। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের সমুদ্রসৈকতের ছবি শেয়ার করায় কটাক্ষের শিকার হয়েছেন নুসরত।
আরও পড়ুন: Anamika Chakraborty: 'মোটা তকমা দিয়ে বাতিল করা হচ্ছে বার বার', পর্দা থেকে হারিয়েই গেলেন অনামিকা?