কলকাতা: তিনি ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী। গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছিলেন নায়িকা হয়েই। তবে ধারাবাহিকের মুখ্যচরিত্রে সুযোগ পেয়েও, কেন হারিয়ে গেলেন অভিনেত্রী অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty)? ব্যক্তিগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি, দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। তবে পর্দায় কেন দেখা যাচ্ছে না অনামিকাকে? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী, ইন্ডাস্ট্রি নিয়ে তাঁর গলায় শোনা গেল ক্ষোভ, অভিযোগ। 


২০১৪ সালে 'রাজযোটক' ধারাবাহিকে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল অনামিকাকে। সেটাই তাঁর অভিনয় জীবনের শুরু। এরপরে ফুলমণি, এখানে আকাশ নীল-এর মতো ধারাবাহিকেও ছিলেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে, ধীরে ধীরে মুখ্যভূমিকা এমনকি পার্শ্বচরিত্র থেকেও সরে যান অনামিকা। কেবল ধারাবাহিক নয়, 'হইচই' (Hoichoi)-এর মতো জনপ্রিয় ওয়েব প্ল্যাটফর্মেও ওয়েব সিরিজে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অনামিকা। 'শহরের উষ্ণতম দিনে'-র মতো বড়পর্দার ছবিরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে বর্তমানে কেন তিনি দূরে সরে গেলেন পর্দা থেকে? 


সম্প্রতি, Twisted Truths-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে বিস্ফোরক কথা বলেছেন অনামিকা। তাঁর কথায়, 'আমায় এখনও সমস্ত কাজ থেকেই প্রত্যাখ্যান করা হচ্ছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে, আমি নাকি মোটা হয়ে গিয়েছি। পর্দায় আমায় আর দেখতে ভাল লাগবে না। অভিনেত্রী মানেই হতে হবে স্লিম, সুন্দরী। এটাই সবাই বিশ্বাস করে, সর্বোপরি এই বিশ্বাসকে বদলাতেও চায় না।'


এখানেই শেষ নয়, নিজের আর্থিক অবস্থা নিয়েও অকপট অনামিকা। তাঁর কথায়, 'সবাই জানে আমাদের পেশায় কোনও নির্দিষ্ট আয় থাকে না। যখন কাজ থাকে না, আমাদের চলতে হয় এক্কেবারে সেভিংসের ওপরেই। কিন্তু কতদিন সেভিংস দিয়ে চলবে? আমি নিজের জীবন থেকে শখ-সাধ সবই বাদ দিয়ে দিয়েছি। কিন্তু যেগুলো প্রয়োজন, সেগুলোও কিনতে পারছি না। এখন ভীষণ আফশোস হয়, কেন পড়াশোনাটা শেষ করিনি। আমি সবাইকে বলি, অন্তত ক্লাস ১২ অবধি পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। যতই মেধাবী আপনি হোন না কেন.. ওই কাগজটা ভীষণ জরুরি।'


প্রসঙ্গত, ২০২৩ সালে বিয়ে করেছেন অনামিকা। তবে অনুষ্ঠান করে নয়। খুব ঘনিষ্ঠ মানুষদের উপস্থিতিতে মনের মানুষের সঙ্গে নতুন জীবন শুরু করেন অনামিকা। তবে বিয়ের পরে তাঁর কেরিয়ারে তেমন ভাল কোনও কাজ নেই। অথচ কাজ করতে চান অনামিকা, সেই কথাই বারে বারে তিনি ব্যক্ত করেছেন।'


আরও পড়ুন: Sana Ganguly Lifestyle: অফিস যান লোকাল ট্রেনে, পাতে নিরামিষ খাবার! এত সাধারণ জীবন সৌরভ-কন্যার!