নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় তিনি। অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানের ছবি ভাইরাল হতে সময় লাগে না। মঙ্গলবার একদম ভিন্নস্বাদের একটি ছবি শেয়ার করে সকলের মন জিতে নিলেন তৃণমূল সাংসদ। ছবিতে নুসরতকে দেখা যাচ্ছে একটি ছোট্ট ছেলেকে জড়িয়ে ধরে থাকতে। সাংসদের কান ছোঁয়া হাসি। নুসরত লিখেছেন বাচ্চাটি বেলুন বিক্রি করছিল। এই পোস্টটিতে ৩টি ছবি শেয়ার করেন তিনি। ইতিমধ্যেই ছবিটিতে ২৪ হাজার লাইক পড়েছে। কমেন্টও এসেছে বহু।
‘বিশেষ একজনের সাহচর্যে আমার উইকএন্ডটা স্পেশ্যাল হয়ে গেল। একটা দেড় বছরের বাচ্চা বেলুন বিক্রি করছিল। বেলুনগুলোর থেকেও ও বেশি মিষ্টি।’, লিখেছেন নুসরত।
নুসরতের এই পোস্টটি দেখে আপ্লুত অনুরাগীরা। অভিনেত্রীর প্রশংসায় ভরে গেছে কমেন্ট বক্স।
কিছুদিন আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন নুসরত। তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে ট্যুইটারে সেই খবর অনুরাগীদের দেন তিনি।