মুম্বই: শিগগিরই নাকি বিয়ে করতে চলেছেন আলিয়া ভট্ট ও রণবীর কপূর। এর আগে বেশ কয়েকবার তাঁদের বিয়ের গুজব রটেছে। এবার ফের শোনা যাচ্ছে, সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তাঁরা।

রণবীর-আলিয়া নাকি আগামী বছর এক মাসের জন্য কাজ থেকে ছুটি নিয়েছেন। অনুষ্কা শর্মা-বিরাট কোহলি ও রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের মত তাঁদেরও ডেস্টিনেশন ওয়েডিং, তবে ঠিকানা বিদেশ নয়, ভূস্বর্গ কাশ্মীর। ২০১৭-য় আলিয়া যখন রাজি ছবির শ্যুটিং করতে কাশ্মীরে আসেন, তখন থেকেই এ রাজ্য তাঁর পছন্দের তালিকায় এক নম্বরে।

দীর্ঘদিন ধরে প্রেম করছেন রণবীর-আলিয়া। সম্পর্কের কথা কার্যত স্বীকার করে নিয়েছেন তাঁরা। এখন তাঁরা ব্যস্ত আগামী ছবি ব্রহ্মাস্ত্র-র শ্যুটিংয়ে, শ্যুটিং চলছে মানালিতে। ব্রহ্মাস্ত্র ছাড়া আলিয়ার হাতে রয়েছে কলঙ্ক, তখত ও সড়ক ২ ছবি। রণবীরকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনের সঙ্গে একটি প্রেমের ছবিতে।