কলকাতা: ছোট ঈশানকে সামলেই লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরলেন নুসরত জাহান। শুরু করলেন নতুন ছবি 'জয় কালি কলকাত্তাওয়ালি' ছবির শ্যুটিং। পরিচালক জুটি সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ পরিচালিত এই ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন সোহম চক্রবর্তী।


নতুন মায়ের দায়িত্ব সামলে, কেমন করে শ্য়ুটিং চালাচ্ছেন নুসরত? অভিনেত্রী বলছেন, 'রাতে ঘুমাচ্ছি না আর দিনের বেলা কাজ করছি। আসলে জীবনে অনেকগুলো দায়িত্ব আর চরিত্র পালন করতে হয়। আমি একদিকে যেমন অভিনেত্রী, অন্যদিকে একজন মা, একজন মেয়ে আবার জনপ্রতিনিধিও। সবকিছু সামলানো সত্যিই খুব কঠিন।'


ছবিতে নুসরতের চরিত্রের নাম রাকা। শ্যুটিং ফ্লোরে ফেরা কতটা উপভোগ করছেন তিনি? নুসরত বলছেন, 'ছবিতে আমার চরিত্রটা খুব হালকা চালের। এটা একটা রোম্যান্টিক কমেডি। কাজটা করতে ভীষণ ভালো লাগছে। তবে আমার ফ্লোরে সময় বাঁধা রয়েছে। সেটা আগে থেকেই বলা রয়েছে। অবশ্যই সেটা ছোট্ট ঈশানের জন্য। আর আমার গোটা টিম ভীষণ সাহায্য করছে এই বিষয়ে। খুব তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফেলছি। 


পর্দায় নুসরতের চরিত্রটা কেমন? অভিনেত্রী বলছেন, 'রাকা একটা খুব সাধারণ মেয়ে। একটু বোকাও। ও বিশ্বাস করে পৃথিবীতে কেউ খারাপ হতেই পারে না। একটা অষ্টধাতুর কালীমূর্তি চুরির ঘটনাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবির গল্প।'


সদ্য মা হয়েছেন তৃণমূলের তারকা সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় থেমে নেই তাঁর নায়িকাসূলভ ফটোশ্যুট। মাতৃত্বের আভায় নায়িকা নুসরত যেন আরও ঝকঝকে, আরও তরতাজা। পরিবারে নতুন সদস্য এসেছে। নতুন ভূমিকা উপভোগ করছেন 'যশরত'। একে অপরকে যেন কাছ ছাড়া করতেই চাইছেন না তাঁরা। আর তাই, যশ দাশগুপ্তের নতুন ছবি 'চিনেবাদাম'-এর শ্যুটিং শেষের পার্টিতেও যশ দাশগুপ্তের পাশাপাশি হাজির রইলেন ঈশান জননী, নুসরত জাহান।


অন্যদিকে অক্টোবরের ১ তারিখে জি ফাইভে মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্ত, নুসরত জাহান ও মিমি চক্রবর্তী অভিনীত ছবি 'এসওএস কলকাতা'।