Amazon Festival Sale: ইকো শো স্মার্ট স্পিকারে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার মতো সাম্প্রতিক প্রযুক্তি। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় আজকাল বাজারে ট্রেন্ডিং এই স্পিকার। অডিওর পাশাপাশি ভিডিওর অপশন রয়েছে এই স্পিকারে। যা আপনি ভয়েজ কমান্ড দিয়ে চালাতে পারেন।


সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল


All new Echo Show 5 (2nd Gen, 2021 release) 
আপনি যদি কম বাজেটে ইকো স্পিকার কিনতে চান, তাহলে অ্যামাজনের সেলে দেখতে পারেন। এখানে কম দামে পাবেন ইকো শো 5 2nd Gen স্পিকার। ৮৯৯৯ টাকার এই স্মার্ট স্পিকারগুলি এখন ৩৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এই স্মার্ট স্পিকারে অ্যালেক্সা ভয়েজ অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই স্পিকারের স্ক্রিন সাইজ 5.5 ইঞ্চি। এতে রয়েছে একটি 2MP ক্যামেরা। দুই রঙে পাবেন এই স্পিকার।


অ্যামাজনের সেলে কত ছাড়ে পাওয়া যাচ্ছে ইকো শো ৫


Echo Show 8 (1st Gen, 2020 release) 
ইকো শো ৮ (প্রথম জেনারেশন, ২০২০ রিলিজ) - ৮ ইঞ্চির এইচডি স্ক্রিন-সহ এই স্মার্ট স্পিকারে রয়েছে আলেক্সা ভয়েজ কমান্ডের সুবিধা। কালো রঙের এই স্পিকার দেওয়া হয়েছে স্টিরিও সাউন্ড। হ্যান্ডস ফ্রি এই স্পিকার সিস্টেমের দাম ১২,৯৯৯ টাকা। যা অ্যামাজনে এখন ৭৪৯৯টাকায় পাওয়া যাচ্ছে। কালো রঙের এই স্পিকারগুলো দেখতে খুবই স্টাইলিশ। এর স্ক্রিনের সাইজ ৮ ইঞ্চি। যাতে দেওয়া হয়েছে HD স্ক্রিন। স্পিকারে রয়েছে স্টিরিও সাউন্ড ও অ্যালেক্সা অ্যাসিস্টেন্স।


অ্যামাজনের সেলে দেখে নিন ইকো শো ৮-এর দাম


All new Echo Show 8 (2nd Gen, 2021 release)
৮ ইঞ্চির এইচডি স্ক্রিন ও ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই স্পিকারে। স্টিরিও সাউন্ড ও অ্যালেক্সা (ব্ল্যাক) সহ হ্যান্ডস-ফ্রি বিনোদনের স্মার্ট স্পিকারের অপশন হিসাবে দেখা যেতে পারে এই ডিভাইস। ইকো স্পিকারের দাম ১৩,৯৯৯ টাকা। যা এখন অ্যামাজন সেলে৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ১৩ এমপি ক্যামেরা ছাড়াও একটি ৮ ইঞ্চির এইচডি স্ক্রিনও আছে এই স্পিকারে। কালো রঙের এই স্পিকারে ভালো সাউন্ড কোয়ালিটি ছাড়াও স্টিরিও সাউন্ড রয়েছে। এ ছাড়াও স্পিকারে রয়েছে অ্যালেক্সা ভয়েজ সাপোর্ট।


All new Echo Show 10
প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি ও অ্যালেক্সা (ব্ল্যাক)-সহ এইচডি স্মার্ট ডিসপ্লে রয়েছে এই স্পিকারে। প্রিমিয়াম এই ইকো শো স্পিকার এখন অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে। ইকো শো 10- ১০.১ ইঞ্চি স্পিকারের দাম ২৪,৯৯৯ টাকা। ছাড়ের পর এখন তা ১৯৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। স্ক্রিন সাইজ ১০.১ হওয়ায় দেখতে ভালো লাগে এই স্পিকার। এছাড়াও রয়েছে HD স্মার্ট ডিসপ্লে। ইকো শো স্পিকারের প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সঙ্গে রয়েছে অ্যালেক্সা সাপোর্ট।


অ্যামাজনের সেলে কত দাম পড়ছে ইকো শো ১০-এর ?


আরও পড়ুন : Amazon Diwali Festival Sale: ৪০ শতাংশ ছাড়, ওয়্যারলেস ব্লুটুথ হেডফোনে দারুণ ডিল অ্যামাজনের


আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন


আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়