কলকাতা: সম্পর্ক নিয়ে রাখঢাক নেই, এখন একসঙ্গে সময় কাটানো নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ খোলামেলা এই তারকা জুটি। সদ্য ছবি নিয়ে বিতর্কে জড়ালেও, রুপোলি পর্দা থেকে কিন্তু দূরে নেই তাঁরা। সপ্তাহের মধ্যেই সিনেমাহলে হাজির যশ দাশগুপ্ত (Yash Dashgupta) আর নুসরত জাহান (Nusrat Jahan)। যশের ইনস্টাগ্রাম স্টেটাসে ঝলমল করছে আদুরে সেই ছবি। 


সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন যশ। সেখানে পাশাপাশি দেখা যাচ্ছে যশ ও নুসরতকে। দুজনের হাতেই পপকর্ণ। হাসিতে ভরে রয়েছে যশের মুখ আর তাঁর গালে চুম্বন আঁকছেন নুসরত। নিচে যশই লিখে দিয়েছেন, 'মুভি নাইট'। অর্থাৎ প্রেক্ষাগৃহে ছবি দেখতে গিয়েছিলেন তাঁরা। 




সদ্য মুক্তি পেয়েছে যশের নতুন ছবি 'চিনেবাদাম'। আর এই ছবি নিয়েই বিতর্কে জড়িয়েছিলেন যশ। ছবি মুক্তির সামান্য কয়েকদিন আগেই যশ জানিয়ে দেন, কিছু মতপার্থক্যের কারণে এই ছবির সঙ্গে যুক্ত থাকতে চান না তিনি।


আরও পড়ুন: Swara Bhaskar News:খুনের হুমকি স্বরা ভাস্করকে, অভিযোগ মুম্বই পুলিশে


সেই সময়ে ট্যুইটারে একটি বিবৃতি দিয়ে অভিনেতা জানিয়েছিলেন, প্রযোজনা সংস্থা 'জারেক এন্টারটেনমেন্ট' ও পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে কর্মক্ষেত্রে মতবিরোধের কারণে নিজেকে 'চিনে বাদাম' প্রজেক্ট থেকে সরিয়ে নিচ্ছেন। তিনি লিখেছিলেন, 'আমি এই ছবির সঙ্গে কোনওভাবে নিজেকে জড়িত রাখতে চাই না। যদিও ছবির শ্যুটিংয়ে ও পোস্ট প্রোডাকশনে নিজের সবটা দিয়ে কাজ করেছি এবং সেটা সম্পূর্ণ বৃথা যাক চাইব না। নির্মাতাদের জন্য শুভেচ্ছা।'


কিন্তু বিতর্ক এখানেই থামেনি। যশের বিরুদ্ধে মুখ খুলেচিলেন পরিচালকও। যশের এই সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন ছবির নায়িকা এনা সাহাও। ছবি নিয়ে কি কোনও মতবিরোধ হয়েছিল পরিচালক-প্রযোজন আর নায়কের মধ্যে? এবিপি লাইভকে দেওয়া তৎকালীন একটি সাক্ষাৎকারে এনা বলেছিলেন, 'ছবির প্রচার শুরু করার প্রথম থেকেই যশ খুব ব্য়স্ত ছিল। আমাদের প্রচারে সময় দিতে পারছিল না একেবারেই। আমি শুধু ছবির নায়িকা নই, প্রযোজকও। আমায় ব্যবসার দিকটাও দেখতে হয়। তাই অনেকবার ওকে বুঝিয়েছিলাম। বার বার বলত ভালো লাগছে না, আমায় ছেড়ে দাও। আমরা মনে করেছিলাম সাময়িক কোনও সমস্যা হয়েছে ওর। কিন্তু ছবি থেকে যশ সরে দাঁড়াবে এটা অকল্পনীয় গোটা টিমের কাছে। শিলাদাও (শিলাদিত্য) খুব হতাশ। শুনেছি ওঁর সঙ্গে যশের কথা হয়েছিল। ওঁকেও যশ বলেছিল টাইটেল ট্র্যাক নিয়ে ওর আপত্তির কথা। শিলাদা বলেছিলেন, উনি এভাবেই ছবি বানান। আর গানটা ছবিরই অংশ, আলাদা প্রচার নয়। আমি প্রযোজক হিসেবেও কোনোদিন শিলাদার সিদ্ধান্তের ওপর কথা বলিনি। তাতে একজন পরিচালকের কাজ করার স্বাধীনতা চলে যায়। আমি নিজের মতামত জানাতাম মাত্র। আমার বিশ্বাস শিলাদা যথেষ্ট পরিণত একজন পরিচালক।'




শেষমেষ এই লড়াই গড়িয়েছিল আইনি পথেও। যদিও এনা বার বার বার্তা দিয়েছিলেন তিনি কথা বলে সমস্যা সমাধান করতে চান।