কলকাতা: গোটা শহর যখন ধীরে ধীরে সেজে উঠছে দুর্গাপুজোর জন্য, তখন শহর থেকে অনেক দূরে সমুদ্রতীরে নিভৃতে সময় কাটাচ্ছেন যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় ছুটিযাপনের ছবি শেয়ার করে নিয়েছেন দুই তারকাই। 


সোশ্যাল মিডিয়ায় আজ নীল-গোলাপি ব্রালেট আর ফিনফিনে কাপড় কোমরে জড়িয়ে ছবি শেয়ার করেছেন নুসরত। সমুদ্রতীরে নুসরতের সেই উষ্ণতা ছড়ানো ছবি দেখে মুগ্ধ নেটদুনিয়া। নজর কাড়ছে নুসরতের চাবুক ফিগার। মা হওয়ার পরেও বিন্দুমাত্র পরিবর্তন হয়নি নুসরতের। নিয়মিত শরীরচর্চা আর ডায়েটেই নুসরত আগের মতোই নজরকাড়া, লাস্যময়ী। 


 






সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়েছেন যশও। একটি সাদা টি-শার্ট পরেছেন তিনি। তবে একসঙ্গে কোনও ছবি শেয়ার করেননি এই জুটি। কিন্তু একে অপরের ছবি তুলেছেন তা স্পষ্ট। সম্ভবত এই ছুটির কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপূজার পদযাত্রাতেও উপস্থিত থাকতে পারেননি নুসরত। 


 






আরও পড়ুন: Dibyojyoti Dutta Birthday: মধ্যরাত্রে পরিবার-বন্ধুদের সঙ্গে কেক কাটলেন দিব্যজ্যোতি, জন্মদিন জমজমাট