মুম্বই: নেট দুনিয়ায় ঝড় তুলেছে 'পাঠান' (Pathaan) ছবির প্রথম গান 'বেশরম রং' (Besharam Rang)। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি ভিউ হয়ে গিয়েছে। তার সঙ্গে বিতর্কেরও ঝড় উঠেছে এই গানকে কেন্দ্র করে। ময়দানে নেমে পড়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাঁদের সঙ্গে বেশ কিছু নেটিজেনও এই গানের বিরোধীতা করেছেন। 'বেশরম রং' গানটির পাশে কেউ দাঁড়াচ্ছেন। কেউ আবার তীব্র বিরোধীতা করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন টলিউড অভিনেত্রী নুসরত জাহান (Nusrat Jahan)।


'বেশরম রং' প্রসঙ্গে কী মত নুসরত জাহানের?


সম্প্রতি এক সাক্ষাৎকারে 'পাঠান' ছবির 'বেশরম রং' গানটিকে নিয়ে মুখ খুলেছেন নুসরত জাহান। শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের গানটিকে সমর্থন করেন তিনি। অভিনেত্রী বলেন, 'কিছু মানুষের সবকিছুতেই যেন সমস্যা রয়েছে। তাঁদের মহিলাদের হিজাব পরা নিয়ে সমস্যা রয়েছে। আবার তাঁদেরই সমস্যা রয়েছে মহিলাদের বিকিনি পরা নিয়েও।' 'বেশরম রং' গানটিকে নিয়ে তৈরি বিতর্ক ইচ্ছাকৃতও বলে মন্তব্য করলেন নুসরত। তিনি বলেন, 'এটা কোনও ব্যক্তির আইডিওলজি নিয়ে প্রশ্ন নয়। এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। যখন একটা দল ক্ষমতায় রয়েছে। তারা সবসময়ই এমন কিছু সমস্যা তৈরি করতে চায়। এদের ধর্মীয়, আধ্যাত্মিক কোনও বক্তব্যই নেই। এটা একেবারেই পরিকল্পিত ষড়যন্ত্র। তাই ওরা সংস্কৃতি, মহিলাদের বিকিনি পরা নিয়ে কথা বলে।'


আরও পড়ুন - Bigg Boss 16: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো থেকে বিরাট কোহলি, একনজরে তারকাদের সঙ্গে ফ্রেমবন্দি 'বিগ বস' প্রতিযোগী আব্দু রজিক


নুসরত আরও বলেন, 'ওদের মহিলাদের হিজাব পরা নিয়ে সমস্যা রয়েছে। আবার ওদেরই মহিলাদের বিকিনি পরা নিয়ে সমস্যা রয়েছে। ওরা নতুন নতুন সমস্যা তৈরি করতে চায় খালি। ওরা যে পরিস্থিতিটা তৈরি করছে, তা খুবই ভয়ঙ্কর হয়ে চলেছে দিনের পর দিন।'



প্রসঙ্গত, দীর্ঘদিন বাদে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শীঘ্রই দেখা যাবে 'পাঠান' ছবিতে। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। শাহরুখ খানের সঙ্গে এই ছবিতে দেখা যাবে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে।