দু মিনিট ১৬ সেকেন্ডের এই রোম্যান্টিক গানটিতে দিশা-টাইগারের রসায়ন থেকে চোখ ফেরানোই যাচ্ছে না। এই গানটি গেয়েছেন এবং সুর দিয়েছেন অর্কপ্রোভ মুখার্জী। ছবিটি পরিচালনা করছেন আহমেদ খান, প্রযোজনা করেছেন নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট। ২০১৬ সালের ‘বাঘি’ ছবিটির সিকুয়েল এটা। এই বছর ৩০ মার্চ মুক্তি পাচ্ছে ছবিটি। টাইগার, দিশা অভিনীত ‘বাঘি-২’র 'ও সাথি' গানটি এখন প্রেমের জাতীয় সঙ্গীত!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Mar 2018 09:35 AM (IST)
মুম্বই: ‘বাঘি-২’-এ ‘মুণ্ডিয়া’ গানে পঞ্জাবি লুকে ঝড় তোলার পর, এবার ‘ও সাথি’ গানে দেখা গেল দিশা পাটানি-টাইগার শ্রফের অফস্ক্রিন কেমিস্ট্রি। গানটি এখন প্রেমের গানের জাতীয় সঙ্গীত হয়ে গিয়েছে।