সুজিত সরকারের অক্টোবর তাঁর ছবি থেকে চুরি, অভিযোগ মরাঠি পরিচালকের
ABP Ananda, Web Desk | 21 Apr 2018 02:26 PM (IST)
মুম্বই: বরুণ ধবন ও বনিতা সাঁধুর অক্টোবর-এর গল্পের সিংহভাগ তাঁর ছবি থেকে হুবহু চুরি। অভিযোগ করলেন নবাগতা মরাঠি চিত্রপরিচালক সারিকা মেনে। এ ব্যাপারে ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইমপা-য় অভিযোগও করেছেন তিনি। অক্টোবর-এর পরিচালক জাতীয় পুরস্কারজয়ী সুজিত সরকার। সারিকার দাবি, ছবির ট্রেলার দেখেই তাঁর মনে হয়েছিল, এটা সম্ভবত তাঁর গত বছর মুক্তি পাওয়া ছবি আরতি- দ্য আননোন লাভ স্টোরি-র গল্প থেকে টোকা। কিন্তু ধন্ধ ছিল, এত বড় পরিচালক এমন কাজ করবেন! কিন্তু অক্টোবর মুক্তির পর তিনি দেখেন, ৯০ শতাংশই তুলে নেওয়া হয়েছে তাঁর ছবির গল্প থেকে। সারিকা প্রথমে অখিল ভারতীয় মরাঠি চিত্রপট মহা মণ্ডলে অভিযোগ করেন, তারপর দ্বারস্থ হন ইমপা-র ও স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশনের। ভিলে পার্লে থানায় সুজিত সরকার ও অক্টোবর-এর লেখিকা জুহি চতুর্বেদীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু এক সপ্তাহ আগে অভিযোগ দায়ের করলেও এখনও জবাব পাননি তিনি। সারিকার দাবি, তাঁর কাছে সব প্রমাণ রয়েছে, তিনি সুজিতকে সে সব দেখাতে চান। কিন্তু কেন সুজিত এখনও তাঁর চিঠির জবাব দিচ্ছেন না তা তিনি জানতে চেয়েছেন। তবে একইসঙ্গে স্বীকার করে নিয়েছে, অসাধারণ হয়েছে ছবিটি। সুজিত সরকার জানিয়েছেন, সারিকার চিঠি পেয়েছেন তাঁরা। তাঁদের সংস্থার পক্ষ থেকে এর জবাব দেওয়া হবে।