মুম্বই: গত রবিবার সুশান্ত সিংহ রাজপুত আত্মহত্যা করার পর থেকেই দেশজুড়ে সমালোচনার মুখে সলমন খান, কর্ণ জোহররা। বলিউডে স্বজনপোষণ, তারকাদের সন্তান বা ঘনিষ্ঠদের অন্যায়ভাবে সুযোগ পাইয়ে দেওয়া এবং অন্যদের কোণঠাসা করে দেওয়ার অভিযোগে সরব চলচ্চিত্রপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে সলমন ও কর্ণর। এরই মধ্যে সলমনের একটি ট্যুইট ঘিরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সেই ট্যুইটে নিজের ভক্তদের সুশান্তের অনুরাগীদের পাশে থাকার অনুরোধ করেন সলমন। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যঙ্গ করছেন অসংখ্য ব্যক্তি।
সলমনের বিরুদ্ধে সুশান্ত ছাড়াও বিবেক ওবেরয়ের কেরিয়ার নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এছাড়াও তাঁর বিরুদ্ধে গাড়ি চালিয়ে ফুটপাতে ঘুমিয়ে থাকা কয়েকজনকে মেরে ফেলা, কৃষ্ণসার হত্যার অভিযোগ ছিল। এখন সেই বিষয়গুলির কথা উল্লেখ করে অনেকেই এই তারকার বিরুদ্ধে সরব।