কলকাতা: প্রকাশ্যে এল যশ দাশগুপ্ত (Yash Daasguptaa) ও নুসরত জাহানের (Nussrat Jahan) প্রযোজনা সংস্থার (Production House) প্রথম ছবির প্রথম 'মেন্টাল'-এর অফিসিয়াল পোস্টার ('Mentaaal' Official Poster Out)। চলতি বছরের জুন মাসেই প্রযোজনা সংস্থার ঘোষণার সঙ্গেই প্রথম ছবির নাম ঘোষণা করেন 'যশরত'। সেই সময়ে মিলেছিল অ্যানাউন্সমেন্ট টিজার (announcement teaser)। এবার প্রকাশ্যে এল ছবির পোস্টার।
প্রকাশ্যে 'মেন্টাল' ছবির অফিসিয়াল পোস্টার
সোশ্যাল মিডিয়ায় এদিন 'মেন্টাল' ছবির অফিসিয়াল পোস্টার শেয়ার করেন সংস্থার অন্যতম মাথা ও অভিনেত্রী নুসরত জাহান। রাফ অ্যান্ড টাফ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাচ্ছে যশ দাশগুপ্তকে। তাঁর পাশেই অভিনেত্রী নুসরত। অভিব্যক্তিতে, ঠিক যেন দুই চরিত্র একে অপরের পরিপূরক। 'YD ফিল্মস'-এর প্রযোজনায় ও বাবা যাদবের পরিচালনায় এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সায়ন্তনী গুপ্তকেও। কপ ইউনিভার্সের এই ছবি মুক্তি পাবে আগামী বছরে।
এদিন ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়, 'মেন্টাল ম্যানিয়ার জন্য তৈরি তো?... এই ২০২৪ সালটা হবে 'এন্টারটেনমেন্টাল'। আমাদের প্রথম প্রযোজনার অফিসিয়াল পোস্টার প্রকাশ করলাম। শীঘ্রই মুক্তি পাবে 'মেন্টাল'।' ছবির মুক্তির তারিখ ঘোষণা না হলেও ২০২৪ সালেই মুক্তি তা বেশ স্পষ্ট ক্যাপশনেই। পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা।
এর আগে অ্যানাউন্সমেন্ট টিজারে প্রকাশ্যে আসে যশের চরিত্রের লুকের ঝলক। পোস্ট করে লেখা হয়, 'স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল'। হঠাৎ দেখলে সলমন খানের 'দবং' লুকের কথা মনে পড়বে। এর আগে একাধিক সাক্ষাৎকারে যশ বলেছেন, তিনি মূল ধারার ছবিতেই স্বচ্ছন্দ। মুক্তি পাওয়া ছবির মোশন পোস্টারেও সেই আঁচই পাওয়া যায়।
এই ছবির হাত ধরেই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন সায়ন্তনী গুপ্ত। সায়ন্তনী বাঙালি হলেও মূলত মুম্বইতেই কাজ করেছেন তিনি। এই ছবির হাত ধরে বাংলায় ফিরবেন তিনি। যশের বিপরীতে দেখা যাবে তাঁকে। নেতিবাচক চরিত্রে দেখা যেতে পারে নুসরতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।