মেলবোর্ন: জুতোয় বিশেষ বার্তা লেখায় ছিল নিষেধাজ্ঞ। সেই কারণেই ব্যাটে শান্তির বার্তা হিসাবে ঘুঘু পাখির ছবি লাগাতে চেয়েছিলেন। তবে উসমান খাওয়াজার (Usman Khawaja) সেই অনুরোধও খারিজ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি। এর পরেই আইসিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) তারকা ব্যাটার।
ম্যাচের আগের দিন খাওয়াজা নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেন যেখানে তিনি একাধিক আন্তর্জাতিক ক্রিকেটারের ব্যাট হাতে ছবি দেন। এই ছবির বিশেষত্ব হল যে এই ছবিগুলিতে তারকাদের হাতে যে ব্যাট রয়েছে তাতে বিশেষ চিহ্ন রয়েছে। নিজের পোস্টের খাওয়াজা 'ডবল স্ট্যান্ডার্ড' এবং 'ইনকনসিসটেন্ট', এই দু'টি হ্যাশটাগ দেন। নাম না করলেও, খাওয়াজা যে আইসিসির বিরুদ্ধেই দ্বিচারিতা এবং ধারাবাহিকতার অভাবের অভিযোগ এনেছেন, তা বলাই বাহুল্য।
এর আগে প্রথম টেস্টেও প্রথম টেস্টেও বিশেষ বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন খাওয়াজা। 'অল লাইভস আর ইক্যুয়াল' এবং 'স্বাধীনতা মানুষের অধিকার।' এই দুই বার্তা লেখা জুতো পরে নামতে চেয়েও তা পারেননি তিনি। মনে করা হচ্ছে গাজা-ইজরায়েল যুদ্ধে (Gaza-Palestine War) ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরই বার্তা ছিল এটি। তবে মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে পারবেন না খাওয়াজা, আইসিসির তরফে এমনটাই জানানো হয়েছিল। তাঁকে নিষেধ করা হলে পরিবর্তে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন খাওয়াজা। সেই কারণে অজ়ি তারকা ব্যাটারকে অবশ্য আইসিসির শাস্তির মুখেও পড়তে হয়।
তবে এত আপত্তি সত্ত্বেও, খাওয়াজা কিন্তু তাঁর পাশেও পেয়েছেন অনেককে। খাওয়াজার কালো আর্মব্যান্ড পরে মাঠে নামাটিকে সমর্থন এবং কুর্নিশ জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক তথা কোচ ওয়াকার ইউনিস। তিনি সোশ্যাল মিডিয়ায় এর সমর্থনে পোস্টও করেন। তিনি লেখেন, 'উসমান খাওয়াজার প্রতি অনেক সম্মান। ক্ষতিগ্রস্থ পাশে দাঁড়াতে ও কালো আর্মব্যান্ড পড়েছে, কারণ আইসিসির তরফে ওর উপর কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: খেলেছেন ১৬৯ রানের ইনিংস, আবার একাধিকবার ০ রানেও ফিরছেন, বক্সিং ডে টেস্টে কোহলির রেকর্ড কেমন?