মুম্বই: মৃত্যু হয় ভোরে। তার কয়েক ঘণ্টা আগে রাত্রিবেলা নেশা করেন ওম পুরী। ছেলে ঈশানের সঙ্গে দেখা করতে চাইছিলেন কিন্তু তা সম্ভব হয়নি। জানালেন প্রযোজক খালিদ কিদোয়াই। ওম পুরীর মৃত্যু স্বাভাবিক নয় সন্দেহ করে মুম্বই পুলিশ অ্যাকসিডেন্টাল ডেথ রিপোর্ট বা এডিআর দায়ের করেছে।
মুম্বইয়ের ওশিয়ারা পুলিশ স্টেশন বর্ষীয়াণ এই অভিনেতার আচমকা মৃত্যুর তদন্তে নেমেছে। তাঁর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করেছে তারা। জিজ্ঞাসাবাদ করেছে প্রযোজক খালিদ কিদোয়াইকেও। এঁরা দুজনেই ওমকে শেষবার জীবন্ত দেখেছিলেন।
কিদোয়াই ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি জানিয়েছেন, মৃত্যুর আগে নেশা করেন ওম পুরী। ছেলের সঙ্গে দেখা করতে চাইছিলেন, আবেগাপ্লুত ছিলেন। তবে তাঁর মৃত্যুর পিছনে সন্দেহজনক কিছু আছে বলে তিনি মনে করেন না।
মৃত ওম পুরীর মাথায় আঘাতের চিহ্ন ছিল। মনে করা হচ্ছে, হয়তো পড়ে যান তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, মৃত্যুর কারণ হৃদরোগ কিন্তু প্রাথমিক ময়নাতদন্তে জানা যায়, মৃত্যু স্বাভাবিক কারণে হয়নি।
ওমের দ্বিতীয় স্ত্রী নন্দিতাকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কিন্তু তিনি যা বলেছেন, তাতে তদন্তে নতুন কিছু সাহায্য হয়নি।
মৃত্যুর সময় নেশাগ্রস্ত ছিলেন ওম পুরী, দেখা করতে চেয়েছিলেন ছেলের সঙ্গে, বলছে তদন্ত
ABP Ananda, Web Desk
Updated at:
09 Jan 2017 01:04 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -