নয়াদিল্লি: বর্ষীয়াণ অভিনেতা ওম পুরীর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রের বিরাট ক্ষতি হল, যা পূরণ করা কঠিন। রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন।
প্রয়াত অভিনেতার ছেলে ইশান পুরীকে এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, তাঁর উপস্থিতির জোর ও অসামান্য অভিনয় ক্ষমতায় গোটা বিশ্বের দর্শককে মুগ্ধ করে রেখেছিলেন ওম পুরী। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র এক অসাধারণ প্রতিভাধর অভিনেতাকে হারাল, যিনি অসংখ্য ছবিতে একের পর এক স্মরণীয় ভূমিকায় কাজ করেছেন। তিনি সেলুলয়েডের চরিত্রয় জীবনের ছোঁয়া দিতেন, তাঁর শক্তিশালী ও বহুমুখী অভিনয় বরাবর স্মৃতিতে উজ্জ্বল থাকবে।
ওম পুরীর মৃত্যু ভারতীয় চলচ্চিত্রে বিশাল শূন্যতার জন্ম দিল: রাষ্ট্রপতি
ABP Ananda, Web Desk
Updated at:
06 Jan 2017 10:29 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -