‘রইস’-এ চোরাচালানকারী শাহরুখ খানের এই ডায়ালগ তাঁর ফ্যানদের নির্ঘাত মনে ধরেছে। রোমান্সের বাদশা শাহরুখের রোমান্টিক সব ডায়লগ এখনও আউড়ে বেড়ান তাঁরা। কিন্তু তা বাস্তব জীবনের সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা কজন ভেবেছেন? তাও রোমান্টিসিজমের ধার কাছ দিয়ে না হাঁটা, চোরাচালানকারীর জীবনের অভিজ্ঞতা ছেঁচে উঠে আসা, কঠোর বাস্তব শব্দবন্ধ।
হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন খাস মুম্বইয়ের এক মুচি। শাহরুখের ওই ধান্ধা সংক্রান্ত ডায়ালগটি দোকানের বাইরে লিখে টাঙিয়ে দিয়েছেন তিনি। তা নাকি অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকে।
ভদ্রলোকের নাম শ্যাম বাহাদুর রোহিদাস। বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুরে। ‘রইস’-এর ডায়ালগটি তাঁকে শিখিয়েছে, কোনও কাজ ছোট বা বড় হয় না, কাজ কাজই। আর তা থেকে বড় কিছু নেই।
তাই তাঁর ছোট্ট দোকানের বাইরে কিং খানের ডায়ালগ ঝলমলাচ্ছে!