কলকাতা: একইদিনে মুক্তি পেতে চলেছে দুটি বিগবাজেট ফিল্ম  'ওহ মাই গড ২' ও 'গদর ২'। আর ইতিমধ্য়েই শুরু হয়ে গেছে টিকিট বুকিং।  আগেভাগে টিকিট বুকিং-এর ক্ষেত্রে 'গদর ২' নাকি 'ওহ মাই গড ২' কে এগিয়ে, চোখ রাখব সেই খবরেই।


বলিউডসূত্রের খবর, সানি দেওল অভিনীত 'গদর ২'  প্রায় ৫৬ হাজার টিকেট বিক্রি করেছে, যার পরিমাণ ছিল প্রথম দিনে ১.৪৭ কোটি টাকা। অন্য়দিকে 'ওএমজি ২'-এর ৭ হাজার ৩০০ টিকিট বিক্রি হয়েছে প্রথম দিনে। যার মূল্য় ২৫ লাখ টাকা।


অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথমদিনই ৪৫০০ টি টিকিট বিক্রি করে 'গদর ২'-এর সংগ্রহ ছিল ১০ লক্ষ টাকা। অন্য়দিকে অগ্রিম বুকিং শুরু হওয়ার চার ঘন্টা পরে 'ওহ মাই গড ২'-এর প্রথম দিনের সংগ্রহ ছিল ২ লক্ষ টাকা মাত্র ৫০০টি টিকিটের জন্য।


প্রসঙ্গত, গতকালই মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২'-এর ট্রেলার। ছবির ট্রেলার থেকে আঁচ পাওয়া গিয়েছিল গল্পের। নিজের ছেলে ও তাঁর ভবিষ্যৎ নিয়ে জর্জরিত পঙ্কজ ত্রিপাঠি (Pankaj Tripathi)-র চরিত্র। ছেলেকে স্কুল থেকে বিতাড়িত করা হয়, এমনকি আদালতে এই নিয়ে দায়ের করা হয় মামলাও। আর পরিবার ও আইনের মধ্যে যখন জর্জরিত পঙ্কজ, তখন ছবিতে প্রবেশ হয় অক্ষয় কুমারের (Akshay Kumar)। 


আরও পড়ুন...


নাকে হাত দেওয়ার অভ্যেস? কোভিডের ঝুঁকি দায়িত্ব নিয়ে বাড়াচ্ছেন আপনিই ! বলছে গবেষণা


অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমারকে শিবের অবতার হিসেবে দেখা যাবে। অক্ষয়ের ডেডলকসে নতুন লুক ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা যাবে ইয়ামি গৌতমকেও। তাঁকে আইনজীবীর চরিত্রে দেখা যাবে। পঙ্কজের মামলায় বিপক্ষ আইনজীবী তিনিই। যখনই বিভিন্ন পরিস্থিতিতে, সমস্যায় জর্জরিত হয়েছেন পঙ্কজের চরিত্র, তাঁকে বাঁচাতে হাজির হয়েছেন অক্ষয়। ট্রেলারের বেশিরভাগ অংশে অক্ষয়কে দেখা গিয়েছে মহাদেবের বেশে। 


অন্য়দিকে, পরিচালক অনিল শর্মা 'গদর ২' ছবির ট্রেলারে দেশপ্রেমের আবেগকে জাগিয়ে তুলেছেন। ১৯৭১ সালের 'ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট'-এর মধ্যে তারা সিং, সাকিনা ও তাদের ছেলে উৎকর্ষ এক হয়ে কীভাবে লড়াই করেছিলেন সেই গল্পই উঠে আসতে চলেছে এই ছবিতে। ট্রেলারেই স্পষ্ঠ যে ছবিতে দুর্দান্ত অ্য়াকশান সিকোয়েন্সের দেখা মিলতে চলেছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial