কীসে ভীতি ‘অকসর ২’ অভিনেত্রী জারিন খানের!
ABP Ananda, web desk | 11 Sep 2017 08:19 PM (IST)
নয়াদিল্লি: আগামী সিনেমা ‘অকসর ২’ –র মাধ্যমে অনুরাগীদের মুগ্ধ করতে প্রস্তুত জারিন খান। অ্যাডভেঞ্চার স্পোর্টসে দারুন আগ্রহ রয়েছে এই বলিউড অভিনেত্রীর। কিন্তু সমুদ্রে ভয় লাগে জারিনের। সমুদ্রে তাঁর এই ভয়ের কথা এর আগে জানাননি তিনি। কিন্তু ‘অকসর ২’-র শ্যুটিংয়ের সময় এ কথা শেষপর্যন্ত জানিয়েই দিলেন তিনি। সূত্রের খবর, ওই ফোবিয়াকে বলে থ্যালাসোফোবিয়া। এই ফোবিয়ায় যাঁরা ভোগেন তাঁদের সমুদ্রে ভয় লাগে। কারুর কারুর মনে আবার সমুদ্রের বিশালতা ভয় ধরায়। কেউ আবার সুমুদ্রের প্রাণীদের ভয় পায়। ‘অকসর-২’ সিনেমার জলের তলার দৃশ্যের শ্যুটিংয়ের বেশিরভাগটাই হয়েছে মরিশাসে। এই ফোবিয়া থাকা সত্ত্বেও সব দৃশ্যে শ্যুটিং করেছেন জারিন।