নয়াদিল্লি: বিগ বস ১১ চ্যাম্পিয়ন শিল্পা শিন্ডে, রানার-আপ হিনা খান এবং অপর এক প্রতিযোগী হিতেন তেজওয়ানিকে ট্যুইটারে ফলো করছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। আজ বিন্দু দারা সিংহ ট্যুইট করে এই খবর জানিয়েছেন। হিতেনও ট্যুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।



বিগ বস প্রতিযোগিতায় যোগ দিয়ে এর আগে অনেকেই বিখ্যাত হয়ে গিয়েছেন। তবে ট্যুইটারে অমিতাভের ফলো করা নিঃসন্দেহে সবচেয়ে বড় প্রাপ্তি। শাহরুখ খানোর ফলোয়ার সংখ্যা তাঁর চেয়ে বেশি হয়ে যাওয়ায় মজার ছলে ট্যুইটার ছাড়ার কথা বলেছিলেন অমিতাভ। তবে তিনি ট্যুইটার ছাড়েননি। উল্টে শিল্পাদের ফলো করে তাঁদের খ্যাতি বাড়িয়ে দিলেন।