তৈমুরের থেকে মিডিয়ার নজর কাড়তে সোশ্যাল মিডিয়ায় হাজির কে দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Oct 2017 09:28 AM (IST)
1
ইনায়ারও চোখের মণির রঙও নীল, এবং দেখতেও অনেকটা তৈমুরের মতো। ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
2
মেয়েটির নাম ইনায়া শোয়েব। তবে সে সোহা আলি খানের বাচ্চা নয়।
3
এই শিশুটির জন্ম ওই একই বছরের ৫ ডিসেম্বর।
4
তৈমুর গতবছর ২০ ডিসেম্বর জন্মেছিল।
5
অংশীদার হাজির হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তৈমুরের মতোই অনেকটা দেখতে এই শিশুর ছবি ভাইরাল।
6
কিন্তু মনে হচ্ছে সেই মিষ্টি তৈমুরের ওপর আর পুরো নজর থাকবে না সংবাদমাধ্যমের।
7
সেফ আলি খান-করিনা কপূর খানের ছেলে তৈমুরের এখনও এক বছরও হয়নি।
8
কিন্তু সে এরমধ্যেই সংবাদমাধ্যমের নয়নের মণি।
9
তার নীল চোখের মণি, কান্না, হাসি, অভিব্যক্তি সবকিছুই মিডিয়ার নখদর্পণে।
10
তার নীল চোখের মণি, কান্না, হাসি, অভিব্যক্তি সবকিছুই মিডিয়ার নখদর্পণে।
11
তারকা সন্তানদের মধ্যে সে এরমধ্যেই চর্চার কেন্দ্রে।
12
গ্ল্যামারস মা-বাবার কোলে বা আশেপাশে তৈমুর থাকলে ক্যামেরা ইদানিং তার দিকেই ঘুরে যায়