মুম্বই: রাত পেরোলেই 'ওহ মাই গড ২'-এর ট্রেলর লঞ্চ। বহু বিতর্কের পর ইতিমধ্যেই ছবিটি সেন্সরের ছাড়পত্র পেয়েছে। সেদিক থেকে দেখতে গেলে গোটা তেইশ জুড়েই এবার একাধিক ছবি বিতর্কের মুখে পড়েছে। যার মধ্য়ে অন্যতম স্পর্শকাতর বিষয়টিই হল 'ধর্ম।'  মূলত কোন ঘটনার পরিপ্রেক্ষিতে, কী দেখানো হচ্ছে ছবিতে, তা একটা বড় প্রশ্ন চিহ্ন তুলছে।


বলাইবাহুল্য ভুল শব্দ যেমন বিতর্ক তৈরি করতে পারে, তেমন বিতর্কিত দৃশ্য। তাই কাঁচি চালাতে হয় বইকি। সেই তালিকায় 'ওহ মাই গড ২' ও পড়েছে। বলিউড সূত্রে খবর, এই ছবির মোট ২০টি দৃশ্যে কাঁচি চালিয়েছে সেন্সরবোর্ড। আর এই ছবিকে দেওয়া হয়েছে 'A' সার্টিফিকেট। তবে হ্য়াঁ, বিতর্ক শেষে এখন শুধুই রাত পোহানোর অপেক্ষা। ২ অগাস্ট এই ছবির ট্রেলর মুক্তি পাবে। ছবি মুক্তি তারিখ ঠিক হয়েছে ১১ অগাস্ট।


উল্লেখ্য, সিবিএফসি (Central Board for Film Certification) তরফে 'A' সার্টিফিকেট পেয়েছে 'ওহ মাই গড ২'। অর্থাৎ প্রাপ্ত বয়স্করাই শুধু এই ছবি দেখতে পারবেন। সম্প্রতি দ্য কেরালা স্টোরি, আদিপুরুষ এবং হলিউডি ছবি ওপেনহাইমারও ধর্মীয় ইস্যুতে বিতর্কের কাঠগড়ায় দাঁড়িয়েছে। তাই বিতর্ক ঝড় নতুন করে বড় আকার নেওয়ার আগেই রাশ টানে সেন্সর বোর্ড। ইতিমধ্যেই ছবিটি নিয়ে বিতর্ক রুখতে ২০ টি দৃশ্য়ে এডিট করেছে সেন্সর বোর্ড।


অক্ষয় কুমার, ইয়ামি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠী অভিনীত 'ওহ মাই গড ২'শুরু থেকেই বিতর্কে জড়িয়েছিল।  এই ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরেও তৈরি হয়েছিল গুঞ্জন। প্রায় ১ যুগ ছুঁইছুঁই। বিতর্ক ছাড়ল না এবারও। প্রসঙ্গত, ১১ বছর আগে মুক্তি পেয়েছিল 'ওহ মাই গড।' সেসময় এই ছবি বহু প্রশংসিত হয়। তবে বিতর্ক যে হয়নি এমন একদমই নয়। কারণ ওই যে বিষয় যেখানে সবথেকে স্পর্শকাতর। ধর্ম বলে কথা।  'ওহ মাই গড' ছবিতে সেবার কৃষ্ণ হয়েছিলেন অক্ষকুমার। মূলত অক্ষয় কুমার এই ছবিতে শিব ভূমিকায় অভিনয় করছেন।  






আরও পড়ুন, ছবি মুক্তির পর রেকর্ড করলেই ৩ বছরের জেল, পাইরেসি রুখতে বিল পাশ রাজ্যসভায়


আজ মাসের প্রথম দিন। দেখতে দেখতে ১১ তারিখ আসবে। 'ওহ মাই গড ২' দেখার অপেক্ষায় সবাই। কারণ ওই দিন ছবিটি মুক্তি পেতে চলেছে। তবে একইদিনে বড় পর্দায় আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। তা হল গদর ২। নিঃসন্দেহে এটিও বহু প্রতিক্ষীত ছবি। স্বাভাবিকভাবেই প্রহর গুণছে অনুরাগীদের দল।