মুম্বই: পাকিস্তানের জেলে অন্য বন্দিদের মারে  প্রাণ হারিয়েছিলেন চরবৃত্তির দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত ভারতীয় বন্দি সর্বজিৎ সিংহ। তাই তাঁকে নিয়ে তৈরি বায়োপিক ‘সর্বজিৎ’ রিলিজ হওয়ার পর পাকিস্তানে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে কি? এহেন জল্পনা থাকলেও পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কা নেই ছবির পরিচালক ওমুঙ্গ কুমারের।


তাঁর যুক্তি, ওই ছবিতে ভারত ও পাকিস্তান, দুটি দেশের কারও সম্পর্কেই কোনও নেতিবাচক ধারণা দেওয়া  হয়নি।

 

ছবিতে সর্বজিৎ-এর জীবন সংগ্রাম, তাঁকে ছাড়াতে তাঁর পরিবারের মরণপণ লড়াই দেখানো হয়েছে। সর্বজিৎ-এর ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। তাঁর বোন দলবীর কৌরের চরিত্রে অভিনয় করছেন ঐশ্বর্যা রাই বচ্চন।

 

ওমুঙ্গ কুমার বলেছেন, ছবিতে এমন  কিছুই নেই যা থেকে পাল্টা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আমরা গোটা বিশ্বে ছবিটির মুক্তি চাইছি। সর্বজিৎ-এর সঙ্গে যা হয়েছে, তেমন ঘটলে কী পরিণতি হয়, সেটা ভারত, পাকিস্তান ও অন্য দেশের মানুষকে উপলব্ধি করানোই উদ্দেশ্য।  তিনি যোগ করেন, আমরা নির্দিষ্ট করে  কারও দিকে আঙুল তুলছি না।  আমাদেরও দোষ-ত্রুটি আছে। সিস্টেমের মধ্যেও গলদ আছে।