লাভপুর ও ময়ূরেশ্বর: লাভপুরের দ্বারকা দাসপাড়া প্রাথমিক শিশুশিক্ষা কেন্দ্রের ১০২ নম্বর বুথে ভোট দেওয়ার পরেই মিলছে গুড়-বাতাসা, চপ-মুড়ি, রসগোল্লা। ভোটারদের দাবি, শাসকদলের লোকজনই খাবার বিলি করছে। নিজেরা খাওয়াদাওয়া করছি, সাফাই তৃণমূলকর্মীদের। পাশের ১০৭ নম্বর বুথেও একই ছবি।

ময়ূরেশ্বরের কোটাসুর বিদ্যালয়ে ভোট দেওয়ার পরে মিলছে মুড়ি-ঘুগনি। দুপুরে পাত পেড়ে খাওয়ানোরও আয়োজন হয়েছে বলে দাবি ভোটারদের। অভিযোগের তির শাসকদলের দিকে। যদিও তৃণমূলের সাফাই, এখানে সকলেই দলের কর্মী।

মুরারইয়ের পাইকড়ে ২১৮ ও ২২১ নম্বর বুথের ভোটারদের ঠাণ্ডা জল ও গুড়-বাতাসা দিচ্ছেন তৃণমূলকর্মীরা।

 

দেখুন ভিডিওতে সেই ছবি