Virat Anushka Son: দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এবার পুত্রসন্তানের অভিভাবক হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) এবং অনুষ্কা শর্মা। এর আগে কন্যাসন্তানের নাম রেখেছিলেন ভামিকা। এবার ছেলের নাম রেখেছেন 'অকায়' (Akaay)। সোশ্যাল মিডিয়ায় সুখবর শেয়ার করেছেন তারকা দম্পতি। বিরুষ্কা জুটি যে দ্বিতীয় সন্তানের অপেক্ষায় রয়েছে তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ অনেকদিন ধরেই। অবশেষে দ্বিতীয় সন্তানের জন্মের কথা প্রকাশ করেছেন বিরাট, অনুষ্কা। তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পোস্টে ইতিমধ্যেই এসেছে অসংখ্য শুভেচ্ছাবার্তা। বিরাট, অনুষ্কার অনুরাগীরা তো রয়েছেনই। নবজাতককে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। 



প্রীতি জিন্টা লিখেছেন, 'অভিনন্দন এবং অনেক ভালবাসা'। বছর খানেক আগে মা হয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনিও শুভেচ্ছা জানিয়েছেন বিরুষ্কা জুটির নতুন সন্তানকে। ইনস্টাগ্রামে অনুষ্কা শর্মা পোস্টে তিনি লিখেছেন 'কী সুন্দর ! অভিনন্দন'। ইমোজির মাধ্যমে নবজাতক এবং বিরাট-অনুষ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন রণবীর সিং। এছাড়াও বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার পুত্র সন্তান অকায়কে শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ, মৌনি রায়, রকুল প্রীত সিং, মাধুরী দীক্ষিত, কাজল আগরওয়াল, নেহা ধুপিয়া, করিশ্মা কাপুর, ফারহান আখতার, হুমা কুরেশি, ভূমি পেডনেকর, শ্বেতা বচ্চন, আয়ুষ্মান খুরানা, সোনম কাপুর এবং আরও অনেকে।






প্রথমে সন্তান অর্থাৎ কন্যার নাম রাখার ক্ষেত্রে বিরাট কোহলির নামের আদ্যাক্ষরের সঙ্গে মিলিয়ে বিরাট-অনুষ্কা মেয়ের নাম রেখেছিলেন ভামিকা। এবার পুত্রসন্তানের নামের ক্ষেত্রে অনুষ্কার নামের আদ্যাক্ষরের সঙ্গে মিল রেখেছে তারকা দম্পতি। ছেলের নাম রেখেছেন অকায়। কী অর্থ এই নামের, কোথা থেকেই বা এর উৎপত্তি? স্বাভাবিকভাবেই বিরুষ্কার দ্বিতীয় সন্তানের নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই। বাংলা অভিধান অনুযায়ী এই শব্দটির অর্থ 'পরমাত্মা'। তবে এটাই কিন্তু এই নামের একমাত্র অর্থ নয়। এই শব্দের বিদেশি যোগও রয়েছে বটে। তুর্কি অভিধানেও 'অকায়' বলে এক শব্দ রয়েছে, যার অর্ধ 'উজ্জ্বল চাঁদ।' 






চলতি বছর জানুয়ারি মাসে ভামিকার বয়স হয়েছে ৩ বছর। তবে এখনও মেয়ের ছবি বা মেয়েকে প্রকাশ্যে আনেননি বিরাট, অনুষ্কা। মাঝে একবার মিডিয়া ভামিকার একটি ছবি তুলে তা প্রকাশ্যে আনায় সেই ছবি সরিয়ে নেওয়ার আবেদনও জানান তারকা দম্পতি। এবার ছেলের ক্ষেত্রেও সেই গোপনীয়তা বজায় রাখতে চান বিরুষ্কা। সেই নিরিখেই সোশ্যাল মিডিয়ার পোস্টে আবেদন জানিয়ে অনুষ্কা শর্মা লিখেছেন, তাঁদের গোপনীয়তাকে যেন সকলে সম্মান করেন। 


আরও পড়ুন- অতিথিদের জন্য বিশেষ পানীয়, গায়ে খোদাই বরকনের নাম, রকুল-জ্যাকির বিয়েতে চমকের পর চমক