মুম্বই: আজ ক্যান্সার সারভাইবার ডে। আর এ দিনই নিজের ক্যান্সার যুদ্ধের দিনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সোনালি বিন্দ্রে। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই সময়কার ছবিও।


ছবি শেয়ার করে তিনি লিখেছেন, সময় কী ভাবে কেটে যায়, আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন শক্তি দেখতে পাই, দুর্বলতা দেখতে পাই। তুমি যেই জীবন বাছবে, সেটাই তৈরি করবে। 




কয়েক বছর আগেই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু, ক্যান্সার যাতে কোনওভাবে জীবনের উপর থাবা বসাতে না পারে, তার জন্য চিকিত্সা করাতে তড়িঘড়ি মার্কিন মুলুকে চিকিৎসার জন্য পাড়ি দেন বলিউড অভিনেত্রী সোনালি বিন্দ্রে।


নিউ ইয়র্কে গিয়ে শুরু হয় সোনালির চিকিত্সা। স্বামী গোল্ডি বেহলের সঙ্গে নিউ ইয়র্কে থেকে নিজের চিকিত্সা করান সোনালি। দীর্ঘ চিকিৎসা আর লড়াইয়ের পর অবশেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন তিনি। তবে ক্যান্সারের সঙ্গে তাঁর এই লড়াই মোটেও সহজ ছিল না সে কথাও স্বীকার করেছিলেন সোনালি। 


২০১৮ নাগাদ সোনালির ক্যান্সার আক্রান্ত হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। মারণ রোগের কামড়ের মাঝেও  অদম্য মনের জোরে নিজেকে স্থির রেখেছিলেন সোনালি। চলছিল তাঁর চিকিত্সা। কখনও হৃত্বিক রোশনের প্রাক্তন স্ত্রী সুজান খানের সঙ্গে হাসি মুখে সময় কাটাতে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রীকে। আবার কখনও অসুস্থ ঋষি কাপুরকে দেখতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন তিনি। সবকিছু মিলিয়ে, ক্যান্সারের চিকিত্সার মাঝে কিন্তু মনের জোর কোনওভাবেই হারিয়ে ফেলেননি সোনালি বিন্দ্রে।