অনুষ্কা শর্মা বাবার সঙ্গে ছবি টুইট করেছেন। তাঁর কথায়, পৃথিবীটা আরও সুন্দর হত, যদি তোমার মত আরও মানুষ থাকত পাপা।
আথিয়া শেট্টি পোস্ট করেছেন বাবা সুনীল শেট্টির সঙ্গে নানা মুহূর্তের ছবি। বাবাই তাঁর সবথেকে বড় শক্তি আবার সবথেকে বেশি দুর্বলতা।
ফারাহ খান আবার পিতৃ দিবসের উইশ করেছেন তাঁর স্বামী ও তিন সন্তানের বাবা শিরীষ কুন্দরকে।
স্বামীকে উইশ করেছেন সোনালি বেন্দ্রেও। লিখেছেন, স্বামীকে বাবা হয়ে উঠতে দেখা অন্যরকম অভিজ্ঞতা।
কর্ণ জোহর লিখেছেন, বাবা মানেই এমন একজন, যিনি ভেতরে আসলে মা। সেও ভালবাসে আদর করে, যত্ন করে বড় করে তুলতে।
রণিত রায় উইশ করেছেন সব সিঙ্গল মমদের, যাঁদের বাবার চরিত্রও পালন করতে হয়।
ইমরান হাসমি লিখেছেন, সব সুপারস্টারকে দেখে বোঝা যায় না। একজনের বাবা হতে পেরে গর্বিত।
জেনেলিয়া দেশমুখ আবার লিখেছেন ছোট্ট দুই ছেলের হয়ে, স্বামী রীতেশকে।
শিল্পা শেট্টিও পোস্ট করেছেন বাবার সঙ্গে ছবি।