মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji)। 'ব্ল্যাক' হোকি কিংবা 'নো ওয়ান কিলড জেসিকা'। 'হম তুম' হোক কিংবা 'মর্দানি'। নানা সময় নানা ধরনের ছবিতে অভিনয় করে দর্শকের প্রিয় অভিনেত্রী হয়ে রয়েছেন তিনি। আজ জন্মদিনে (Rani Mukerji Birthday) ৪৪ বছরে পা দিলেন অভিনেত্রী। আর জন্মদিনে নিজের এত বছরের বলিউড জার্নি প্রসঙ্গে বললেন নানা কথা।


রানি মুখোপাধ্যায় মানেই শুধুমাত্র দুর্দান্ত ছবিই নয়। তার সঙ্গে মনে রাখার মতো ছবির গানও। 'গুলাম' ছবির 'আতি কেয়া খান্ডালা' হোক কিংবা 'সাথিয়া' ছবির 'চুপকে সে লগ যা গলে', অথবা 'হম তুম' ছবির একাধিক গান বা শাহরুখ খানের সঙ্গে জুটিতে 'চলতে চলতে' ছবির গান। দর্শকের মনে এই সমস্ত ছবির গান এতটাই জায়গা করে নিয়েছে যে আজও মনে মনে গুনগুন করেন তাঁরা অথবা মোবাইলে বেজে ওঠে। 


আরও পড়ুন - Rani Mukerji Birthday: জন্মের পরই হাসপাতালে বদলে গিয়েছিলেন রানি মুখোপাধ্যায়! তারপর?


এক সাক্ষাৎকারে বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় বলেন, 'সিনেমার ইন্ডাস্ট্রিতে আমার এতদিনের জার্নি এককথায় অসাধারণ। আমি প্রচন্ড আশাবাদী মানুষ। পজেটিভ থাকতে পছন্দ করি। তাই আশা করি আমার এত বছরের বলিউড জার্নির মতোই পরবর্তী দিনগুলোও কাটবে। আমি অত্যন্ত সৌভাগ্যবান যে সেরা অভিনেতা, সেরা পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানদের সঙ্গে কাজ করেছি। আমি ভাগ্যবান যে টাইপকাস্ট হতে হয়নি আমায়। সবসময় এমন ছবিতে অভিনয় করতে চেয়েছি, যেখানে মহিলা চরিত্রর উপর নজর থাকবে সকলের। আর অবশ্যই যে ছবি দেশের মেয়েদের কথা বলবে, এমন ছবি আমি পছন্দ করি বরাবর। '


রানি মুখোপাধ্যায়কে শীঘ্রই 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' ছবিতে দেখা যাবে। পরিচালক অসীমা ছিব্বারের ছবিতে অভিনয় করছেন তিনি। সেই প্রসঙ্গে বলেন, 'আমার পরবর্তী ছবি 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' আমার হৃদয়ের অত্যন্ত কাছের ছবি। আমার মনে হয়, ছবিটার সঙ্গে প্রত্যেক ভারতীয় নিজেকে মেলাতে পারবেন। আমি এবং এই ছবির গোটা টিম এভাবেই দর্শকের কাছে ছবিটা তুলে ধরতে চাইছি। ছবির গল্প অসাধারণ। যে ধরনের গল্প বলা দরকার, সেই ধরনের ছবিতে অভিনয় করতে আমি পছন্দ করি। অসাধারণ গল্প অসাধারণ স্ক্রিপ্টের জন্য আমি অপেক্ষা করি। যে ছবিতে ভালোবাসা এবং আশা থাকে, সেই ছবিই আমি করতে চাই।'