কলকাতা: হাতে রয়েছে একের পর এক কাজ। তারই মাঝে সুখবর অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়ের (Jaya Chatterjee) জন্য। বড়পর্দায় অভিনয়ে আত্মপ্রকাশ (big screen debut) করতে চলেছেন তিনি। ক্রমশ প্রকাশ্যে আসতে চলেছে নতুন ছবির বিস্তারিত আপডেট।


বড়পর্দায় আত্মপ্রকাশ অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়


এবার বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়কে। পরিচালক জয়ব্রত দাসের পরিচালনায় নতুন স্বাধীন থ্রিলার ছবিতে অভিনয় করছেন জয়া। তাঁর চরিত্রের নামও জয়া। ছবিতে অভিনেতা সৌরভ দাসের বিপরীতে দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ, সৌরভ দাস, ঋষভ বসু ও পায়েল সরকার। খুব তাড়াতাড়ি ছবির ফার্স্ট লুক দর্শকের সামনে আসবে বলে জানা যাচ্ছে। 


অন্যদিকে পরিচালক অর্জুন দত্তের আগামী  ছবি 'ডিপ ফ্রিজ'-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়কে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও তনুশ্রী চট্টোপাধ্যায়। বিচ্ছেদ মানেই কি সম্পর্কের শেষ? নাকি রয়ে যায় এক চিরন্তন টান? সেই গল্পই পর্দায় তুলে ধরবেন অর্জুন। 


এছাড়া ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আরও একটি প্রজেক্ট আসছে অভিনেত্রীর। অন্যদিকে পরিচালক সপ্তাশ্ব বসুর পরিচালনায় একটি ফিচার ফিল্মে অভিনয় করছেন অভিনেত্রী। পরিচালক সপ্তাশ্ব বসুর কথায়, 'আমার আগামী ছবিতে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী জয়া চট্টোপাধ্যায়। এর আগে আমি ওঁর অভিনয় দেখেছি, আমার গল্পে যে চরিত্রটির জন্য অভিনেত্রী খোঁজা হচ্ছিল, সেই চরিত্রের সঙ্গে জয়ার লুক ভীষণভাবে মিলে গিয়েছে। খুব তাড়াতাড়িই সেই ছবির ঘোষণা করা হবে।'


আরও পড়ুন: Mango: অনলাইনে ২৫ কোটির আম অর্ডার করলেন ভারতীয়রা! সবচেয়ে বেশি বিকোল আলফানসো


এর আগে নানা টিভিসি ও একাধিক ব্র্যান্ডের ফটোশ্যুটে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। অভিনেত্রীর কথায়, 'ভাল ছবিতে ভাল চরিত্রে অভিনয় করতে চাই, যেখানে আমার দর্শকদের ভাল অভিনয় উপহার দিতে পারব। আশা করছি আমার আগামী ছবিগুলির জন্য আমার দর্শকরা আমায় ভালবাসা দেবেন। আগামী আরও কিছু ছবির ঘোষণা শীঘ্রই করা হবে। সেগুলির অপেক্ষায় আছি।'


মাধ্যমিকের ফল এবিপি আনন্দ-এ 
অন্যান্য বছরের মতো এবারও পরীক্ষার্থীদের পাশে এবিপি আনন্দ। ফল জানা যাবে এবিপি আনন্দের ওয়েবসাইটে।বেলা ১২ টা থকে ফল জানা যাবে এবিপি আনন্দর ওয়েবসাইট- http://bengali.abplive.com -এ। তার জন্য দিতে হবে জন্ম তারিখ ও রোল নম্বর।